শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৩ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরীতে বাড়ছে ছিনতাই, প্রতিরোধে বসছে ১৫’শ সিসি ক্যামেরা

আহমেদ শামীম: সিলেটে ঘন ঘন ছিনতাইয়ের ঘটনায় দিশেহারা নগরবাসী। তাই ছিনতাই বন্ধে নগরীর বিভিন্ন এলাকায় মোট দেড় হাজার সিসি ক্যামেরা লাগানো হবে। নগরীর মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একথা বলেন।

তিনি বলেন, ‘সিলেট নগরীকে দেশের প্রথম ডিজিটাল নগরী হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে কাজ আরম্ভ হয়েছে। তিন ধাপে কাজ করা হবে। এতে আধুনিকায়নের সাথে সাথে নগরবাসীর সুযোগ সুবিধা বাড়বে। নগরবাসী ফ্রী ওয়াইফাই সেবা পাবে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মানবসম্পদ ও পানিসম্পদের সঠিক ব্যবহার করা না হলে একটি দেশ উন্নত হবেনা। তাই এই সম্পদগুলোর সুষ্টু ব্যবহার না করলে দেশের ক্ষতি হবে। পানির অব্যবস্থাপনায় যেমন দেশে বন্যা জ্বলোচ্ছাস দেখা দেয় তেমনি মানব সম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে না তোললে দেশ বিরাট ক্ষতির সম্মুখীন হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ৩ লাখ ৫৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড স্থাপন করার উদ্যোগ নিয়েছে সরকার। আমরা চাই স্মার্ট বোর্ড এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নিদিষ্ট বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বমানের শিক্ষার প্রসার ঘটবে দেশে।

বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মুদাচ্ছের আলী, রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যন ড. আহমদ আল কবির, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়