শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০০ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসুতে ভিপি-জিএস পদে ছাত্রদলের সম্ভাব্য প্রার্থী

শাহানুজ্জামান টিটু : ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণার পর ছাত্রদলও প্যানেল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন পেছানো ও ভোটকেন্দ্র আবাসিক হলের বাইরে একাডেমিক ভবনে করা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবির বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ছাত্রদল।

ডাকসু নির্বাচনে দলের সমন্বয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন,আমরা আমাদের দাবি জানিয়েছি। বিশ্বিবিদ্যালয় প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্তের অপেক্ষা করছি আমরা। পাশাপাশি ছাত্রলীগ একটা সুবিধাজনক অবস্থায় আছে। ভিসি ও প্রশাসন তাদেরকে সবার্ত্মক সহযোগিতা করছে। তিনি বলেন, ৩০-র মধ্যে তাদের ছাত্রত্ব এমন ভাবে দেখাচ্ছে যে তারা ভর্তি হতে পেরেছে। আর আমাদের অনেকেই তো ৩০ মধ্যে বয়স হলেও ভর্তি হতে পারেনি। তারপর আমরা প্রস্তুতি নিচ্ছি। যেহেতু ২৬ তারিখের মধ্যে প্যানেল ঘোষণা করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকালের  মধ্যে কোনো সিদ্ধান্ত দেন কিনা। যদি দেন তাহলে সিদ্ধান্ত এক রকম হবে আর না দেন তাহলে সিদ্ধান্ত আরেক রকম হবে।

ডাকসুর ভিপি-জিএস পদে ছাত্রদলের যাদের না শোনা যাচ্ছে, আবুল বাশার, মিনহাজ উদ্দিন, খোরশেদ আলম, হাসান আরিফ, খোন্দকার আনিসুর রহমান আনিস, মাসুমবিল্লাহ, মোস্তাফিজুর রহমান, নাহিদুজ্জামান। ছাত্রদল সূত্রে জানা গেছে, ভিপি-জিএস পদে এদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হবে। এ পর্যন্ত সাড়ে তিন শতাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়