শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করলেন হুইপ আতিক

তপু হারুন: শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কাজ পরিদর্শন করলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, হুইপ আতিউর রহমান আতিক।

২৩ ডিসেম্বর শনিবার দুপুরে তিনি নির্মাণাধীন প্যাভিলিয়ন ভবন, গ্যালারি, ইনডোর জিমনেশিয়াম ও মাঠের উন্নয়ন কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

এসময় হুইপ আতিক বলেন, ৩৭ কোটি টাকা ব্যয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামটি একটি স্বয়ংসম্পন্ন আধুনিক স্টেডিয়াম হিসেবে গড়ে ওঠছে।

নির্মাণ কাজ বাস্তবায়িত হলে এখানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা রাখে। এছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি এই স্টেডিয়ামে আসলে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়বে এবং আগামী দিনে এসব খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে অংশ নিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনের সময় পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাবেক পৌর চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত দে ভানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ডিএফএ সভাপতি মানিক দত্ত, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়