শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫০ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ খাতের দুর্নীতি সম্পর্কে তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে, বললেন বিদ্যুৎ সচিব

শাহীন চৌধুরী: বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি সম্পর্কে ঢালাওভাবে কিছু বলা ঠিক নয়। তিনি বলেন, এ ব্যাপারে কেউ তথ্য দিতে পারলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তিনি বলেন, আমরা যে টাকা খরচ করে বিদ্যুৎ উৎপাদন করছি সেই টাকা পাচ্ছি না সুতরাং গ্রাহকদের বঞ্চিত করার প্রশ্নই আসেনা।

বিদ্যুৎ সচিব রোববার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে এক ওয়ার্কশপে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যুতের বিল বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, শুধু আমাদের দেশে নয় আমেরিকা, ভারত, পাকিস্তানসহ সব দেশেই বিল বাড়ছে কারন উৎপাদন ব্যয়ের সাথে সমন্বয় রাখতেই হবে।

ওয়ার্কশপে অপর বিশেষ অতিথি বিইআরসি-র চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, জনগণের চাহিদা এবং তাদের সামর্থের কথা বিবেচনা করে বিইআরসি সরকারকে সব সময়ই পরামর্শ দিয়ে চলেছে। তিনি বলেন, এখন কুইক রেন্টাল এবং রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বলে কিছু নেই। কারন প্রথমদফা ওইসব কোম্পানির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এখাতে কস্ট কমিয়ে আমরা ৬ হাজার কোটি টাকা সাশ্রয় করেছি।

বিপিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ বলেন, এই মূহুর্তে আমাদের ভর্তুকি বছরে ৮ হাজার কোটি টাকা। তিনি বিদ্যুতের মূল্য সমন্বয় করার জন্য বিইআরসি-কে অনুরোধ করেন। আরইবি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাঈন উদ্দিন ওয়েব-বেইজ ইলেটট্রিসিটি প্রস্তাবনাকে ডিজিটাল বাংলাদেশের সহায়ক হিসেবে উল্লেখ করে বলেন, আরইবিতে অবশ্য কোন কস্ট মডেলিং কাজ দেবে না। কারন এখানে অঞ্চল ভেদে খরচ বেশি কম রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়