শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৮ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরিদের ওপর অত্যাচার নিয়ে আলিয়ার মা’র টুইট

মুসফিরাহ হাবীব: কাশ্মীরে পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে ভারত জুড়ে কাশ্মীরিরা বিভিন্নভাবে অত্যাচারের শিকার হচ্ছে। কোথাও হামলা, কোথাও হেনস্থা আবার কোথাওবা বয়কটের শিকার হচ্ছে তারা। তাই বাধ্য হয়ে অন্যান্য রাজ্যে ছড়িয়ে থাকা কাশ্মীরিদের ঘরেও ফিরতে হচ্ছে। এবার এ অত্যাচার নিয়েই এক টুইটে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়ার ভট্টের মা সোনি রাজদান।

কাশ্মীরিদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, “তোমরা সন্ত্রাসী নও। যারা তোমাদের আক্রমণ করছে তারাই সন্ত্রাসী।” ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাশ্মীরি শিক্ষার্থীরা সম্প্রতি হামলার শিকার হয়েছে। তাদের পক্ষেই কথা বলেছেন এ বর্ষীয়ান অভিনেত্রী।

সোনি রাজদানের বাবা একজন কাশ্মীরি পণ্ডিত ছিলেন। টুইটে সোনি লেখেন, “সব কাশ্মীরি শিক্ষার্থীদের বলতে চাই, উন্মত্ত জনতার কাছে যারা ভুক্তভোগী হয়েছ, তোমরা সন্ত্রাসী নও, যারা তোমাদের আক্রমণ করেছে তারাই সন্ত্রাসী।”

দেশকে সম্বোধন করে তিনি লেখেন, “আমার প্রিয় দেশ ভারত...আমরা কষ্ট পেয়েছি, মর্মাহত হয়েছি, শোকে পাথর হয়ে গেছি। কিন্তু যারা এ সন্ত্রাসী ঘটনায় জড়িত না তাদের প্রতি ঘৃণা কিংবা উন্মত্ততা নয়, বরং চলুন সম্মানের সঙ্গে আচরণ করি। আমরা যেটাকে ঘৃণা করি দয়া করে তা থেকে বিরত থাকুন।”

এর আগেও সোনি ‘কাশ্মীরি শিক্ষার্থীদের রক্ষা করার আহ্বান জানিয়ে টুইট করেছিলেন।’ গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টও কাশ্মীরিদের সুরক্ষা ব্যবস্থা করতে কেন্দ্র সরকারসহ ১০ রাজ্যকে নির্দেশ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়