শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০১ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচনে পছন্দ প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় সমর্থকদের কলাগাছ রোপণ

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগ সভাপতি নূরুল আলমকে আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ায় কলাগাছ রোপন করে যাচ্ছেন তার সমর্থকরা।

এ সময় আলম ভাই কলা গাছ, কলা গাছ বলে মিছিল করছেন সমর্থকরা।শনিবার রাতে তৃতীয় ধাপের ১২৭ উপজেলার মধ্যে কক্সবাবাজারের ৭ উপজেলার মনোনয়ন ঘোষণা করে আওয়ামী লীগ। মনোনয়ন ঘোষণার পরপরই টেকনাফ পৌর শহরের প্রধান সড়কে সারিবদ্ধভাবে কলা গাছ রোপণ এবং কলা গাছের মিছিল করতে দেখা যায়।

এছাড়া এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কেও কলা গাছ রোপণ করে প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানা গেছে। উপজেলার বিভিন্ন স্থানে কলা গাছ রোপণ করে প্রতীকি প্রতিবাদ করছেন তার সমর্থকরা।

জানা গেছে, গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের মনোয়ন বোডে আলমকে বাদ দেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে প্রধান সড়কের বিভিন্ন স্থানে কলাগাছ রোপণ করছেন তারা।

স্থানীয় এক যুবক বলেন,উপজেলায় আলম ছাড়া বিকল্প নেই তাই ছাত্র ও যুব সমাজসহ সাধারণ জনগণ প্রতিবাদ সরূপ সড়কে নেমে এসে কলাগাছ রোপণ করেছেন।

টেকনাফ উপজেলা ছাত্রলীগের লীগের সভাপতি সুলতান মাহমুদ বলেন, আলম আওয়ামী পরিবারের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার নেতৃত্বে অসংখ্য ছাত্র ও যুব সমাজ একতাবদ্ধ। এলাকায় তার জনপ্রিয়তার কারণে এবারের উপজেলা নির্বাচনের দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে এগিয়ে ছিলেন। কিন্তু তাকে না দিয়ে প্রবীণ একজনকে প্রার্থী ঘোষণা করা হয়। এতে ছাত্র ও যুব সমাজসহ সাধারণ জনগণ প্রতিবাদ সরূপ সড়কে নেমে এসে কলা গাছ রোপণ করছেন।

তিনি আরও বলেন, তারণ্যের তারুণ্যদীপ্ত নেতৃত্বে পুরো বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা কেন প্রবীণ নিয়ে পিছিয়ে থাকব। তারুণ্যদীপ্ত নেতৃত্ব আওয়ামী লীগকে আরো এগিয়ে নিতে সক্ষম হবে বলে মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়