শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০১ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধুর বাসায় গিয়ে লিফটে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

সুজন কৈরী : রাজধানীর উত্তরায় লিফটে আটকে পড়া এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তার নাম মো. নাসির উল্লাহ (১৮)। রোববার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা ৩ নং সেক্টরের ৭ নং রোডের ৪০ নম্বর বাড়িতেতে এ ঘটনা ঘটে। নাসির মমতাজ উদ্দিন কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্র ও বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কুকিং কোসের্র ৮ম ব্যাচের শিক্ষার্থী। সকালে বন্ধুর বাসায় গিয়ে নাসির লিফটে আটকা পড়েন।

জানা গেছে, লিফটে আটকা পড়ার বিষয়টি জানার পর নাসিরকে উদ্ধারের জন্য ঘণ্টাখানের চেষ্টা করেন নিজেরা। কিন্তু না পারেননি। পরে নাসির নিজেই লিফটের ভেতর থেকে ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চান। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ১০ মিনিটের মধ্যে লিফটের দরজা খুলে নাসিরকে উদ্ধার করেন। ফলে প্রায় দেড় ঘণ্টার শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পান নাসির।

নাসির বলেন, জোরে শব্দ করে লিফটটি বন্ধ যাওয়ার পর আমি অনেক ভয় পেয়ে যাই। কী করব বুঝতে পারছিলাম না। কত তলায় আটকে ছিলাম, তাও বুঝতে পারিনি। লিফটের জরুরি বাটনটাও খুঁজে পাইনি। তবে কিছুক্ষণ পর লোকজনের আওয়াজ শুনতে পাই। সবাই অনেক চেষ্টা করছিল। কিন্তু লিফটের দরজাটা খোলা যাচ্ছিল না। পরে আমি আমার মোবাইল দিয়ে ৯৯৯ নম্বরে কল করি। আমাকে ফায়ার সার্ভিসের অফিসে ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস খুব দ্রুতই চলে এসে আমাকে উদ্ধার করে।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ৬তলা ভবনের দ্বিতীয় তলায় প্রায় ১ ঘন্টা সময় ধরে লিফটে আটকে থাকা ব্যক্তিকে ১০ মিনিটের মধ্যে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, লোকটি ৬ষ্ঠ তলা ভবনের ৬ষ্ঠ তলায় বন্ধুর বাসায় উঠার সময় দুর্ঘটনায় পড়েন। ভবনের এবং আশপাশের প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পারায় সে নিজেই লিফটের ভেতর থেকে ৯৯৯ এ কল করে উত্তরা ফায়ার স্টেশনে। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি।

সফিকুল ইসলাম বলেন, লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে ঘটনাটি ঘটতে পারে। আসলে নিয়মিত লিফট রক্ষণাবেক্ষণ না করা হলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। তাই সব সময় বিষয়টিতে নজর দেওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়