শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ প্রার্থীদের নাম ঘোষণা, সম্ভাব্য ভিপি-জিএস যারা

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান কয়েকটি সংগঠনের প্রার্থীদের নাম ঘোষণা করার কথা রয়েছে। ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ (কোটা আন্দোলনকারী) চূড়ান্ত প্যানেল ঘোষণা করবে বলে জানা গেছে। তবে, ছাত্রদলের প্যানেল ঘোষণা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল নির্ধারণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল এখনও দাবি আদায়ে আন্দোলনে রয়েছে। রবিবার তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে তাদের দাবি নিয়ে কথা বলবে বলে জানায়।

রেজওয়ানুল হক চৌধুরী শোভনছাত্রলীগ থেকে ভিপি-জিএস প্রার্থী যারা

বাংলাদেশ ছাত্রলীগের প্যানেলে ভিপি-জিএস পদে প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে মনোনীত করেছে আওয়ামী লীগের হাইকমান্ড। এছাড়া এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে ঠিক করা হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘দলীয় হাইকমান্ড এ তিনজনকে মনোনীত করে অনানুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

লিটন নন্দীপ্রগতিশীল ছাত্রজোটের প্যানেলে যারা

এদিকে প্রগতিশীল ছাত্রজোট নিজেদের মধ্যে আলোচনা করে ভিপি পদে ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী এবং জিএস পদে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা বেনজিরকে মনোনীত করেছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনার জন্য গঠিত সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত এক নেতা।

তিনিও নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের আজকে (শনিবার) এ নিয়ে আলোচনা হয়েছে। প্রধান দুটি পদে এখন পর্যন্ত এ দু’জনকে নির্ধারণ করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

কোটা আন্দোলনের প্যানেলে সম্ভাব্য প্রার্থী যারা

কোটা সংস্কার আন্দোলনে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এককভাবে প্যানেল ঘোষণা করবে বলে জানিয়েছে। তাদের প্যানেলে ভিপি পদে এ প্ল্যাটফর্মের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর এবং জিএসপদে আরও দুই যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান ও রাশেদ খানের কথা আলোচনা চলছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়