শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ প্রার্থীদের নাম ঘোষণা, সম্ভাব্য ভিপি-জিএস যারা

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান কয়েকটি সংগঠনের প্রার্থীদের নাম ঘোষণা করার কথা রয়েছে। ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ (কোটা আন্দোলনকারী) চূড়ান্ত প্যানেল ঘোষণা করবে বলে জানা গেছে। তবে, ছাত্রদলের প্যানেল ঘোষণা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল নির্ধারণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল এখনও দাবি আদায়ে আন্দোলনে রয়েছে। রবিবার তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে তাদের দাবি নিয়ে কথা বলবে বলে জানায়।

রেজওয়ানুল হক চৌধুরী শোভনছাত্রলীগ থেকে ভিপি-জিএস প্রার্থী যারা

বাংলাদেশ ছাত্রলীগের প্যানেলে ভিপি-জিএস পদে প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে মনোনীত করেছে আওয়ামী লীগের হাইকমান্ড। এছাড়া এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে ঠিক করা হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘দলীয় হাইকমান্ড এ তিনজনকে মনোনীত করে অনানুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

লিটন নন্দীপ্রগতিশীল ছাত্রজোটের প্যানেলে যারা

এদিকে প্রগতিশীল ছাত্রজোট নিজেদের মধ্যে আলোচনা করে ভিপি পদে ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী এবং জিএস পদে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা বেনজিরকে মনোনীত করেছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনার জন্য গঠিত সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত এক নেতা।

তিনিও নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের আজকে (শনিবার) এ নিয়ে আলোচনা হয়েছে। প্রধান দুটি পদে এখন পর্যন্ত এ দু’জনকে নির্ধারণ করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

কোটা আন্দোলনের প্যানেলে সম্ভাব্য প্রার্থী যারা

কোটা সংস্কার আন্দোলনে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এককভাবে প্যানেল ঘোষণা করবে বলে জানিয়েছে। তাদের প্যানেলে ভিপি পদে এ প্ল্যাটফর্মের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর এবং জিএসপদে আরও দুই যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান ও রাশেদ খানের কথা আলোচনা চলছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়