শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২১ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবি দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে

মোঃ ওবায়দুল হক মানিক আরব আমিরাত প্রতিনিধি: বাংলা ভাষার প্রচার-প্রসার বিশ্বময় ছড়িয়ে দেওয়ার দীপ্ত শপথে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

স্থানীয় সময় সকাল বৃহস্পতিবার নয়টায় জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনের কর্মসূচী সূচনা করা হয়।

পরে রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরানের নেতৃত্বে অস্থায়ী শহীদ বেধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। তারপর স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় রাষ্ট্রদূতের সভাপতিত্বে এবং দূতাবাসের লেবার কাউন্সিলর আবদুল আলীমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে মোহাম্মদ রেজাউল করিমের কুরআন তেলোয়াতের মাধ্যমে সূচীত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, জায়িদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাবিব উল হক খন্দকার, বাংলাদেশ ইসলামী স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির তালুকদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরিশেষে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ১২ টায় বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য যে, ভোরে আবুধাবি স্কুলে স্থাপিত শহীদ মিনারে প্রভাতফেরিসহ পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রভাত ফেরিতে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকগণ অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়