শিরোনাম

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫ উইকেট যাদের

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মানেই সবার মাঝে অন্যরকম এক উত্তেজনা। যেখানে নিজেদের পুরোটা নিংড়ে দেয় প্রতিটি দলের ক্রিকেটাররা। ব্যাটসম্যানদের কৃতিত্ব যদি সেঞ্চুরিতে হয় তাহলে বোলাররা নিজেদের দিন প্রমাণ করেন ৫ উইকেট পাওয়ার মাধ্যমে। মজার ব্যাপার হলো ক্রিকেটের সর্বোচ্চ আসরে ৫ উইকেট পাওয়ার তালিকার প্রথম ৫ জনই এই সম্মান অর্জন করেছেন ২ বার করে।

সবচেয়ে বেশীবার ৫ উইকেট পাওয়ার তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা।
অজিদের হয়ে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এই তারকা বিশ্বকাপে সবচেয়ে বেশী উইকেটের মালিকও। ক্রিকেট বিশ্বকাপে ৩৯ ম্যাচে ৭১ উইকেট পাওয়া এই বোলার ৫ উইকেট পেয়েছেন ২ বার।

শহীদ আফ্রিদি

তালিকার দ্বিতীয় বোলারের নাম পাকিস্তানের শহীদ আফ্রিদি। একসময়ে সবচেয়ে কম বলে ওয়ানডে সেঞ্চুরির মালিক বিশ্বকাপে ২৭ ম্যাচে নিয়েছেন ৩০ উইকেট যার মধ্যে ৫ উইকেট নিয়েছেন ২ বার।
এ তালিকার পরের তিন নাম যাদের তাদের কেউই খুব একটা বিখ্যাত নন, এমনকি তাদের কেউই বিশ্বকাপে ১০ ম্যাচও খেলতে পারেননি।
এদের মধ্যে সবচেয়ে বেশী ৯ ম্যাচ খেলা আসান্তা ডি মেল। শ্রীলঙ্কান এই বোলারের উইকেটের সংখ্যা ১৮। যার মধ্যে ২ বারই আছে ৫ উইকেট।

আসান্তা ডি মেল

তালিকার চতুর্থ স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ভাসবার্ট ড্রেকস খেলেছেন ৬ ম্যাচ যেখানে তার উইকেট সংখ্যা ১৬। যার মধ্যে দুবারই আছে ৫ উইকেট।
অস্ট্রেলিয়ার গ্যারি গিলমার রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। বিশ্বকাপে মাত্র দুই ম্যাচ খেলেই তিনি পেয়েছেন পাঁচ উইকেটের স্বাদ।
দরজায় কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। চলতি বছরের ৩০ মে শুরু হবে মর্যাদার এই লড়াই। যেখানে বিশ্বকাপ ট্রফিটি নিজেদের করে নিতে যুদ্ধে নেমে পড়বেন ক্রিকেটাররা। বিশ্বকাপের ১২তম আসরের ফাইনাল হবে ১৪ জুলাই।

ভাসবার্ট ড্রেকস

বিশ্বকাপের আসর হবে ১০ দলের। আট দল চূড়ান্ত ছিল অনেক আগেই। বাছাই পর্ব খেলে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

গ্যারি গিলমার

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে রেখেছিল ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বর্তমান বোলারদের কেউ পাঁচ উইকেটের এই তালিকায় ঢুকতে পারেন কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে বিশ্বকাপের শেষ পর্যন্ত।
ওয়াই

  • সর্বশেষ
  • জনপ্রিয়