শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইইবি’র ৬ সদস্যের অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও সুপারিশমালা প্রণয়ন কমিটি গঠন

ইউসুফ আলী বাচ্চু : চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের যথাযথ কারণ অনুসন্ধানের নিমিত্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ৬ সদস্য বিশিষ্ট ‘অগ্নিকাণ্ডের যথাযথ কারণ অনুসন্ধান ও সুপারিশমালা প্রণয়ন’ কমিটি গঠন করা হয়েছে। শনিবার আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদাকে আহব্বায়ক এবং আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী কাজী খায়রুল বাশারকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আইইবি’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী হামিদুর হক, প্রফেসর ড. প্রকৌশলী মুনাজ আহমেদ নুর, আইইবি’র তড়িৎকৌশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী ইয়াছির আরাফাত এবং কেমিলকৌশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী কাজী রায়েজিদ করিব। তবে কমিটি চাইলে তদন্তের স্বার্থে সদস্য সংখ্যা আরো বাড়াতে পারবেন।

উক্ত কমিটিকে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে পুড়ে যাওয়া ভবন এবং তৎসংলগ্ন আশপাশ সরেজমিনে পরিদর্শণপূর্বক প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং প্রকৌশল ও কারিগরি বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে উক্ত অগ্নিকাণ্ডের যথাযথ কারণ অনুসন্ধান ও সুপারিশসহ একটি পুর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদকের নিকট জমা দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়