শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৬ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি চেয়ে তামিলনাড়–র মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন রাজীবগান্ধীর হত্যায় আজীবনদন্ডিত ৭ আসামি

নূর মাজিদ : রাজীব গান্ধীর হত্যায় জড়িত অন্যতম প্রধান আসামী নলিনী শ্রীহরন নিজের এবং আজীবন কারাদ-ে দন্ডিত তার আরো ৬ সহযোগীর মুক্তি চেয়ে তামিলনাড়–র মুখ্যমন্ত্রী এডাপ্পিকে পালানিসোয়ামির কাছে চিঠি দিয়েছেন। প্রায় ২৭ বছর ধরে কারাবাস করছেন নলিনী। সাম্প্রতিক সময়ে তিনি নিজের মুক্তির দাবীতে অনশনও শুরু করেছেন। এএনআই

চিঠিতে নলিনী বর্তমানের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে তাদের মুক্তি দেয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রীর কাছে । চিঠিতে তিনি এটাকেই তাদের মুক্তি পাওয়ার শেষ সুযোগ বলে উল্লেখ করেন।

‘বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে আমরা আশা করছি মুখ্যমন্ত্রী তামিলনাড়–র রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতকে আমাদের আগাম মুক্তি দেয়ার বিষয়ে রাজী করাতে সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা আমাদের জন্যে সর্বশেষ আশার আলো। আমাদের জীবন এখন মুখ্যমন্ত্রীর হাতে।’

ইতোপূর্বে, গত বছরের ৯ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভা রাজীব গান্ধীর হত্যায় জড়িত ৭ বন্দির মুক্তি চেয়ে রাজ্যের রাজ্যপালের কাছে এক সুপারিশ করে। তবে ওই সুপারিশের বিষয়ে রাজ্যপাল কোন সিদ্ধান্ত নেননি। এই বিষয়ে রাজ্যপালের কারামুক্তির অনুমতির দাবিতেই অনশন করছেন নলিনী। ভারতীয় সংবিধানের ১৬১ নং অনুচ্ছেদের আওতায় তিনিসহ আরো ৭ বন্দীর মুক্তি চাইছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়