শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৯ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হল সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বিভিন্ন দাবি আদায় করতে চান রোকেয়া হলের শিক্ষার্থীরা

নুর নাহার : ঢাকা বিশ^বিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের অন্যতম সমস্যা আবাসন ও মান সম্পন্ন খাবার। ডাকসু নির্বাচনের পাশাপাশি হল সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে এ সমস্যার সমাধান চান শিক্ষার্থীরা। তবে হল প্রাধ্যক্ষ বলেছেন, এখনি সকল সমস্যা সমাধান সম্ভব নয়। এর জন্য সময় লাগবে। শিক্ষার্থীরা আশা করেন, হল সংসদ নির্বাচন হলেই এসব সমস্যার সমাধান হবে। নিউজ ২৪।

প্রাচ্যের অক্্রফোর্ড ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রীদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিট রোকেয়া হলে। গত সেপ্টেম্বর মাসে এই হলটির ৭মার্চ ভবনের উদ্বোধন হয়। শুধু মাত্র এই ভবনটিতেই সিটের সংখ্যা ১০০০। রয়েছে আরো ৩টি ভবন। তারপরও এই হলটির সমস্যা মিটানো সম্ভব হচ্ছে না। এখানে অনেকেই থাকছেন রাজনৈতিক ছত্র ছায়ায়। কেউ কেউ ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক সভায় যান। এ ব্যাপারে নেত্রীরা অন্য কথা বলেন।

রোকেয়া হলের ছাত্রলীগ সহ-সভাপতি ইসমত সানমুন বলেন, যেহেতু একটি সিটের বিনিময়ে এক শিক্ষার্থী আমার সাথে থাকছে সে নিজ দায়িত্ববোধ থেকেই বিভিন্ন আয়োজনে যায়। তাকে কোনো জোর করা হয় না।

ডিজিটাল লাইব্রেরি, খেলার সরঞ্জাম বাড়ানো, খেলার পরিবেশ তৈরির দাবি রয়েছে শিক্ষার্থীদের। প্রতি বছর সাংস্কৃতিক প্রতিযোগিতা করার কথাও বলেন তারা। হলের খাবার নিয়ে অভিযোগের অন্ত নেই শিক্ষার্থীদের।

তারা বলেন, খেতে বসবো সেই সময় যদি ভাতে তেলাপোকা দেখি তাহলে কেমন লাগে। মাঝে মাঝে তার, পিন, চুল পাওয়া যায়। পাতলা ডাল তো আসলে খাওয়াই যায় না।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড.জিনাত হুদা বলেন, জিমের জন্য একটি রুম বরাদ্ধ করা হয়েছে, পার্লার আছে, সকল ধরণের সমস্যা তো কেউ সমাধান করতে পারবো না। তবে আমরা চেষ্টা করছি মেয়েদের যে সমস্যা গুলো আছে মেটামোটি সমাধান করতে।

সংগীত ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের অনুশীলনের জন্য আলাদা একটি কক্ষের ব্যবস্থা করার দাবিও দীর্ঘদিনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়