শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৩ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাক ম্যাচ! নেলসন ম্যান্ডেলার উদাহরণ টেনে নীতিকথা বলছে পিসিবি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর প্রধান এহসান মানি এবার নেলসন ম্যান্ডেলার উদাহরণ টেনে আনলেন। পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানকে বয়কট করার পথে হাঁটছে ভারত। তার প্রচ্ছন্ন প্রভাব পড়েছে ক্রিকেটে। উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যে আইসিসিকে নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর থেকেই অস্থিরতা বেড়েছে পাক ক্রিকেট মহলে।

খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়। এমনই দোহাই দিয়ে চাপ বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। যদিও এর আগে বহুার এমন কথা বলে সৌহার্দ্যের হাত বাড়িয়েছে ভারত। কিন্তু এবার দেশের সরকার ও ক্রিকেট কন্ট্রোল বোর্ড আর বন্ধুতে¦র পথে হাঁটতে রাজি নয়। যে কোনও মঞ্চে পাক বয়কটের ডাক উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে। এমন সিদ্ধান্তে এবার শুধু সরকারি শিলমোহর পড়ার অপেক্ষা। আইসিসির কাছে বিসিসিআই চিঠি দেওয়ার পর থেকেই পাকিস্তানের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা সরব হয়েছেন। তবে বিসিসিআই নিজেদের অবস্থানে অনড়।

এহসান মানি বলছেন, ‘নেলসন ম্যান্ডেলার বলা কথাগুলো আরো একবার মনে করার সময় এসেছে। একজন রাজনীতিবিদের আওয়াজও ততটা যেতে পারে না, যতদূর পর্যন্ত খেলার আওয়াজ পৌঁছতে পারে। খেলার জগত আলাদা। রাজনীতিতে ইস্যু আলাদা। দুটোকে মিলিয়ে ফেললে হবে না।’

পিসিবি প্রধানকে এদিন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, তার সংস্থাকে বিসিসিআই কোন চিঠি পাঠিয়েছে কি না? তার উত্তরে এহসান মানি বলেছেন, ‘আমরা কোনও চিঠি পাইনি। আর আমরা চিঠি পাবই বা কেন? যা জিজ্ঞেস করার আপনারা আইসিসির কাছে জানুন। বিসিসিআই ও আইসিসি যা ঠিক করবে করুক। তারপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব। এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়