শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৮ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান বলেছেন, দেশের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে পরিসংখ্যান ব্যুরোর বিকল্প নেই

সাত্তার আজাদ : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে পরিসংখ্যান ব্যুরোর বিকল্প নেই। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে পরিসংখ্যান ব্যুরো সহায়ক ভূমিকা পালন করে। তবে এ জন্য সকল কর্মকর্তা কর্মচারীকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। মাঠ পর্যায়ে তদারকির মাধ্যমে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার দুপুরে নগরীর উপশহরস্থ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সিলেট বিভাগীয় অফিসে বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।

মন্ত্রীবলেন, পরিসংখ্যান ব্যুরোর বিভাগ ও জেলা পর্যায়ে নিজস্ব অফিস ও ডাটা প্রসেসিং সেন্টার স্থাপন সহ প্রয়োজনীয় জনবল নিয়োগে সরকার কাজ করছে। জাতীয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রশিক্ষণেরও উদ্যোগ গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

সভায় প্রধান অতিথির উদ্দেশ্যে পরিসংখ্যান ব্যুরোর তথ্য ও উপাত্ত তুলে ধরেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সিলেট বিভাগীয় যুগ্ম পরিচালক আতিকুল কবির।

মতবিনিময় সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক ঘোষ শুভব্রত, সদর উপজেলা পরিসংখ্যান অফিসার কামাল উদ্দিন সহ বিভাগের চার জেলার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়