শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু থেকেই ভালো করতে চান আশরাফুল

নিজস্ব প্রতিবেদক: গত মৌসুমে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্টিতে রানের বন্যা বয়ে গেছে তার ব্যাটে। পাঁচটি সেঞ্চুরি করেছিলেন তিনি। ১৩ ম্যাচ খেলে ৬৬৫ রান আশে তার ব্যাট থেকে। যদিও তাতে দল খুব একটা উপকৃত হয়নি। শেষ পর্যন্ত রেলিগেশনের দুর্দশা দেখতে হয়েছে দলকে।
আসন্ন মৌসুমে মোহামেডানের হয়ে খেলবেন আশরাফুল। গত মৌসুমের সেই রানের ফোয়ারা আসন্ন মৌসুমেও ধরে রাখতে চাইছেন তিনি। তবে সেটা শুরু থেকেই করতে চান।

শনিবার অনুশীলনের ফাঁকে সাংবাকিদের আশরাফুল বলেন, ‘ঢাকা লিগটা গেল বছর ভালো খেলেছিলাম। দল ফলাফল পায়নি। কিন্তু ব্যক্তিগত পারফর্মেন্স ভালো হয়েছিল। সেটাই এবার করতে চাইব। শুরু থেকে ভালো করতে চাইব।’
গেলো মৌসুমে লিস্ট ‘এ’ তে এক মৌসুমে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের তিন সেঞ্চুরির রেকর্ডেই ছিলো না সেখানে আশরাফুল করেছিলেন ৫টি। কিন্তু সেগুলো দলের কোন কার্যকরে আসেনি। তার কারন হলো পাঁচ সেঞ্চুরির চারটিতেই হেরেছিল তার দল। দুটি সেঞ্চুরি করেছিলেন রেলিগেশনের লড়াইয়ে।

স্ট্রাইক রেট নিয়েও তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এনিয়ে আশরাফুল বলেন, ‘এটা আসলে আমি মনে করি না (স্লো ব্যাটিং)। যদি ম্যাচের অবস্থা দেখেন, অবস্থা অনুযায়ী, শুরুতে হয়তো কয়েকটা ম্যাচ খেলেছি। তবে যেগুলো আমি সেঞ্চুরি করেছিলাম সেগুলো সিচুয়েশন অনুযায়ী ঠিকই ছিল। এবার চেষ্টা থাকবে আরো ভালো করার। তবে এটাও ঠিক গেল বছর থেকে আমি এখন অনেক ফিট। সবকিছু থেকে অনেক উন্নতি হয়েছে। লক্ষ্য তো থাকবেই স্ট্রাইক রেটটা যেন ভালো হয়।’

আশরাফুল এবারের ডিপিএল মৌসুম শুরু করবেন দুদিন বাদেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটিকে তিনি দেখছেন ডিপিএল ওয়ানডে ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে। শুধু তাই নয়, তার বিশ্বাস এই টুর্নামেন্ট দিয়েই দলগুলো প্রিমিয়ার লিগের সেরা কম্বিনেশন খুঁজে পাবে।

আশরাফুল আরো বলেন, ‘আসলে ওয়ানডে ক্রিকেটের আগে একটা টিম কম্বিনেশন তৈরি করার জন্য খুব ভালো হয়েছে যে দুইটা ম্যাচ খেলার সুযোগ পাব, প্রথম রাউন্ডে। তারপর সেমিফাইনাল-ফাইনাল আছে। তো টিমটা খুব চমৎকার হয়েছে। এটা খুবই ভালো প্রত্যেক দলের জন্য। কারণ টিম তৈরি করার জন্য কয়েকটা প্র্যাকটিস ম্যাচ প্রয়োজন হয়। এটা ভালো সুযোগ সবার জন্য।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়