শিরোনাম

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোজোনে অভিন্ন রাজস্বনীতির প্রস্তাবে জার্মানি-ফ্রান্স সম্মত

রাশিদ রিয়াজ : ফ্রান্স ও জার্মানি ইউরোজোনের জন্যে অভিন্ন বাজেট ও রাজস্বনীতির প্রস্তাবে সম্মত হয়ে বলেছে এরফলে ইইউ’র অর্থনৈতিক গতিই শুধু বৃদ্ধি পাবে না বরং একই সঙ্গে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবেলা ও ইতালি সহ দক্ষিণ ইউরোপের দেশগুলোর সংকট দূর করা সম্ভব হবে। অর্থনীতির মূল ভিত্তি ঠিক রেখে একক ও অভিন্ন বাজেট ও রাজস্ব আদায় পদ্ধতি নির্ধারণ করা হচ্ছে। বিশেষ করে ব্রেক্সিট মোকাবেলায় এধরনের অভিন্ন নীতি কার্যকর ও ইউরোপের বিভিন্ন প্রকল্পের সঙ্গে সমন্বয় গড়ে তোলা সহজ হবে। স্পুটনিক

এ নীতি নিয়ে জার্মানি ও ফ্রান্সের নীতিনির্ধারকরা বলছেন, একক বাজেটের ফলে তা বাস্তবায়ন ও রাজস্বআদায়ে একটি অভিন্ন মান বজায় রাখতে সহায়তা করবে। একই সঙ্গে কর আদায় ও এসব খাতে বরাদ্দে কোনো সংকট হবে না। বরং এধরনের নীতি না থাকার কারণেই ২০১৫ সালে গ্রীসে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দেয়। ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান আরো বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যে আরো সক্ষমতা বৃদ্ধিতে অভিন্ন বাজেট সহায়তা করবে বলে এ দুটি দেশের নির্ধারকরা বলছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়