শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাঙ্গল, গরু নিয়ে জমি চাষে নামলেন নড়াইলের পুলিশ সুপার!

এস এম জিরু,নড়াইল: পুলিশ লাইন্স নড়াইলের দীর্ঘ কয়েক যুগ ধরে পরিত্যাক্ত জমিতে সদ্য খননকৃত গভীর নলকুপের পানি দ্বারা ১বিঘা (২০ কাটা)জমিতে ধানের চারা রোপন করা হয়। এতে পুলিশ সুপার নড়াইল এবং পুলিশ লাইন্সের প্রায় সকল সদস্য, স্কুল গামী ছাত্র-ছাত্রী সহ অনেকে অংশ গ্রহণ করেন।

ইতিপুর্বে পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে প্রায় ০৩ (তিন) বিঘা জমিতে পেঁপে চাষ সহ শীত কালীন নানা রকম সবজি যেমন টমেটো, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, পেয়াজ, মরিচ চাষ করা হয়। পুলিশ লাইন্স এবং পুলিশ অফিস নড়াইল এর সীমানার ৪টি পুকুরে নানা প্রজাতির মাছের চাষ করা হয়। সবজি ও মাছ চাষে কোন প্রকার কীটনাষক এবং রাসায়নিক সার ব্যাবহার করা হয় না। পুলিশ লাইন্স এর বিভিন্ন প্রকার গাছের ঝরা পাতা, গোবর এবং অন্যান্য উপায়ে প্রস্তুতকৃত জৈব সার ব্যবহার করা হয়।

উৎপাদিত সকল সবজি এবং মাছ পুলিশ লাইন্স মেসে খাওয়ানো হচ্ছে। এতে করে দীর্ঘ প্রায় ১ বছর যাবত পুলিশ লাইন্স মেসে কম দামে উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে।

লাঙ্গল-গরু ব্যবহার করে হাল চাষ করণ পদ্ধতি হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে নতুন প্রজন্মকে বার্তা দেওয়া হচ্ছে যে, যারা এদেশের উচ্চপদে আসীন আছেন, তাদের বেশির ভাগই এভাবে নিজ নিজ কাজের মাধ্যমে উঠে এসেছে। হাল চাষ, মাছ চাষ সহ সকল পেশার কাজ নিজ হাতে করা লজ্জার নহে বরং গৌরবের।

নতুন প্রজন্মকে বঙ্গালীর ঐতিহ্য তথা নিজ হাতে হাল চাষ, মাছ চাষ সহ নিজ নিজ কাজের প্রতি আগ্রহী করে গড়ে তোলাই হলো নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) আজকের প্রয়াস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়