শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৪ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দেশ ও বোর্ডের সিদ্ধান্তই মানবেন কোহলি

স্পোর্টস ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের শীতল সম্পর্ক আরও শীতল হয়েছে। যে ইস্যুতে টানাপোড়েন সৃষ্টি হয়েছে ক্রীড়াঙ্গনেও। এটা নিয়ে কথা বলছেন দুই দেশের সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার। এমনকি বিশ্বকাপ ক্রিকেটেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথাও বলছেন অনেকে। সর্বশেষ এটা নিয়ে কথা বললেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগের দিন বিরাট কোহলি জানিয়ে দিলেন, তিনিও সেই পথেই হাঁটবেন যেটা ভারত সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ড চাইবে। ১৬ জুন ম্যানচেস্টারে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। সংশয় দেখা দিয়েছে ভারতের না খেলতে চাওয়া নিয়ে। যদিও তা নিয়ে এখনও কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বিসিসিআই-এর তরফে ইতিমধ্যেই পুরো বিষয়টি জানিয়ে আইসিসিকে চিঠি লেখা হয়েছে।

বিশাখাপত্তনমে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘পুলওয়ামা আক্রমণে শহীদ সিআরপিএফ সেনা ও তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে আমরা দেশ ও বিসিসিআই-এর সিদ্ধান্তের সঙ্গে থাকব।’

শুক্রবার বিসিসিআই ও সিওএ-র মিটিংয়ে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয় আইসিসিকে ইমেইল করে পুলওয়ামা জঙ্গি হামলার বিস্তারিত জানানোর। ক্রিকেট কমিউনিটিকে আতঙ্কবাদের ভবিষ্যৎ সম্পর্কে অবগত করা। বিসিসিআই এর সিওর বরাত দিয়ে এনডিটিভিকে জানানো হয়েছে, তিন সদস্যের কমিটি যেখানে চেয়ারম্যান বিনোদ রাই, জায়না এডুলজি ও নতুন নিযুক্ত সদস্য রবি থোগদে মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। রবি থোগবেদে বৃহস্পতিবারই নিযুক্ত করা হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ সেনা শিবিরে জঙ্গি হামলায় ৪০ জন জওয়ানের শহীদ হওয়ার পর থেকেই এই দাবি ক্রমশ বড় আকাড় নিচ্ছে গোটা ভারত জুড়ে। আরও শক্তিশালী হয়েছে পাকিস্তান বিরোধী মানসিকতা জইশ-ই-মোহাম্মদ এই আক্রমণের দায় স্বীকার করার পর।

এই ইস্যুতে ভারতীয় দলের সাবেক ক্রিকেটার হরভজন সিং, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলীরা পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে খেলার বিরোধিতাই করেছেন। তবে সবাই যখন পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে বিরোধিতা করছেন তখন খেলার পক্ষে মত দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার ও শচিন টেন্ডুলকার। তার মতে, খেলে পাকিস্তানকে হারিয়ে জবাব দেওয়া উচিৎ। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়