শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৩ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীতিমালায় তোয়াক্কা নেই ভাটার মালিকদের, বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ নওগাঁবাসী

নুর নাহার: নওগাঁ জেলার ইটভাটাগুলো উর্বর জমির টপ সয়েল কেটে ইট তৈরি করছে। বিভিন্ন নীতিমালা থাকলেও এরা সে নীতিমালার কোনো তোয়াক্কা করছে না। কৃষি বিভাগ বলেছে, উর্বর জমি কেটে ফেলায় আবাদি জমি যেমন উৎপাদন ক্ষমতা হারাচ্ছে পাশাপাশি কৃষকেরা ক্ষতির সম্মুখিন হচ্ছে। সময় টিভি।

তাছাড়া বেশির ভাগ ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার হয়। এর ফলে গাছপালা ও ফসলের ক্ষতির শিকার হচ্ছে এলাকাবাসী। জেলা প্রশাসন বলেছে, অবৈধভাবে নির্মিত ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কয়লার দাম বেশি হওয়ায় কারণে নওগাঁয় ইটভাটাগুলোতে জ¦ালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ। ভাটাগুলো আবাসিক এলাকায় গড়ে ওঠার ফলে এসব ইটভাটার ছাইয়ে পরিবেশ দূষণ হচ্ছে। কোথাও কোথাও আবাদি জমির মাঝখানে গড়ে তোলা হয়েছে ইটভাটা, কেটে তোলা হচ্ছে জমির টপ সয়েল।

স্থানীয়রা জানান, ইটের ভাটাগুলো এলাকার আশেপাশে হওয়ায় গাছের মড়কসহ নানা রোগ ব্যাধিতে মারাক্ত¦ক ভাবে আক্রান্ত হচ্ছে তারা।
তারা বলেন, আমরা স্কুলে যেতে পারি না শরীর ধুলোয় ভরে যায়। এখন তো স্কুলের পাশেই দুই তিনটি ভাটা হয়েছে।
তারা আরো বলেন, আমরা অনুরোধ করছি যেনো আমাদের এলাকা থেকে ভাটা কমিয়ে দেয়া হয়।
জেলা সদরসহ, মান্দা, মহাদেবপুর,ও বদলগাছী, উপজেলায় অধিক হারে ইটভাটা গড়ে উঠেছে। কৃষি কর্মকর্তা বলেছেন, প্রতি বছর প্রায় ৪‘শ হেক্টর আবাদি জমি কমে আসছে।

নওগাঁ সদর উপজেলা কৃষি অফিসার মো: মফিদুল ইসলাম বলেন, বড় চিন্তার কারণ হচ্ছে, বিভিন্ন জমি থেকে যে মাটি কেটে নিয়ে আসা হচ্ছে। এতে করে মাটির উর্বরতা কমে যাচ্ছে এবং ফসল উৎপাদন ক্ষমতাও বিকৃতি হচ্ছে। শক্তি কমে যাচ্ছে।
নওগাঁ ভীমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র বলেন, কৃষক এবং সাধারণ জনগণ টাকার জন্য জমির উপরিভাগ বিক্রয় করে দেয়। আমরা মাটির উপরিভাগ বিক্রি করছি মানে সোনা বিক্রি করছি।

নওগাঁর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ফারুক হোসেন বলেন, পরিবেশ সুন্দর হোক আমরা এটির পক্ষে কিন্তু উন্নয়নের স্বার্থে যদি ইট লাগে তাহলে কিছু না কিছু তফসিল ব্যবহার করতেই হবে। অতিরিক্ত জেলা প্রশাসক,মো. মাহবুবুর রহমান বলেন, তফসিল ব্যবহার করার কোনো নিয়ম নেই। যারা এরকম কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে আমাদের বেশ কয়েকটি মোবাইল পরিচালনা করা হয়েছে এবং এখনো অব্যাহত রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গত পাঁচ বছরে দেড় হাজারের বেশি আবাদি জমি ইটভাটার দখলে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়