শিরোনাম

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৯ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নূর খানের মতে, ‘বেআইনি কাজ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেকে বিরত না থকলে’ পুলিশের ভাবমূর্তি পরিবর্তন সম্ভব নয়

মঈন মোশাররফ: মানবাধিকারকর্মী নূর খান বলেছেন, পুলিশের এই কলসেন্টার নিয়ে জনগণের যেমন উচ্ছ্বাস আছে, তেমনি সেবা না পাওয়ারও অভিযোগ আছে । তারপরও এটা পুলিশের একটা ইতিবাচক কাজ। মানুষ নতুন একধরনের মাধ্যমে সেবা পাচ্ছে । তবে এই কাজ দিয়ে পুরো পুলিশের ভাবমূর্তি পরিবর্তন সম্ভব নয়।

শনিবার ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, ভাবমূর্তি পরিবর্তনের জন্য পুলিশের পুরো প্রক্রিয়ায় আমুল পরিবর্তন আনতে হবে। পুলিশ তার ভাবমূর্তি পরিবর্তন করতে চাইলে বেআইনি কাজ, বিচারবহির্ভ‚ত হত্যাকাণ্ড থেকে বিরত থাকতে হবে ।

তিনি বলেন,আমরা দীর্ঘদিন ধরে পুলিশের যে ভাবমূর্তি দেখে আসছি রাতারাতি তার পরিবর্তন সম্ভব নয়। ত্রিপল নাইনে ফোন করে পুলিশ যদি তার ভাবমূর্তি পরিবর্তন করতে চায় তাহলে নির্যাতন, নিপীড়ন এবং বিচার বহিভূত কর্মকাÐ থেকে বিরত থাকতে হবে।

তিনি জানা, আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি বিচার বর্হিভূত হত্যাকাণ্ড হচ্ছে, কিন্তু পুলিশের উচ্চ পদস্ত কর্মকর্তারা এদেরকে বিচারের আওতায় আনেন না। এই ধরনের বিষয় অপেক্ষা করে ত্রিপল নাইন দিয়ে তাদের প্রতি জনগণে ভালো ধারণা এনে দিবে ‘আমি বিশ্বাস করিনা’ ।
তিনি জানান, সার্বিকভাবে পুলিশকে পজেটিভ যায়গায় নিতে হলে, তাদের নিয়োগ, পদন্নতি,প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়