শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২১ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চক বাজার ট্রাজেডিতে শোকাহত বৈশ্বিক সম্প্রদায়

তরিকুল ইসলাম : ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় শোকাহত বৈশ্বিক সম্প্রদায়। ঘটনার পরপরই বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারসহ ই-মেইলের মাধ্যমে শোক প্রকাশ নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, সৌদি আরব, পাকিস্তান ও পশ্চিম বঙ্গ। সর্বশেষ শুক্রবার শোক জানিয়ে ঢাকায় একবার্তা পাঠিয়েছে বৈশ্বিক দাতা সংস্থা জাতিসংঘ।

সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানিয়েছেন, চকবাজারে ভয়াবহ অগ্নিকা-ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ বরাবর পাঠানো বার্তায় তিনি বলেন, নির্মম ঐ ঘটনায় প্রাণহানি ও ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতরি জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সমবেদনা রইলো।আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, এ ঘটনায় যেকোন ধরণের সহায়তায় ঢাকার পাশে রয়েছে জাতিসংঘ। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণেও আহ্বান জানান।

বৃহস্পতিবার রাতে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। এতে বলা হয়, গত রাতে ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকান্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত এবং নিহত হয়েছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করছি এবং সারা দেশের মানুষের সাথে একাত্ম হয়ে তাদের পরিবারের প্রতি আমরা শোক প্রকাশ করছি।

গভীর শোক প্রকাশ করে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মোডানট বলেন, ঢাকায় রাসায়নিক গুদামে ভয়বহ আগুনে নিহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এ সপ্তাহের শুরুতে আমি শহরটি সফর করেছিলাম। সেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা রইল। এক টুইট বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় খুবই মর্মাহত হলাম। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরগ্য কামনা করছি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেক বার্তায় বলেন, চকবাজারে অগ্নিকা-ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে এ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় শোক ও সমবেদনা জানিয়ে পাকিস্তান সরকার। শুক্রবার পাঠানো বার্তায় বলাহয়, এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা দ্রুত শোক কাটিয়ে উঠতে পারবেন, এমন প্রত্যাশা দেশটির।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ শোক বার্তায় বলেন, আমরা ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি এবং যার ফলে অনেক সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন। আমি আমার নিজের এবং সৌদি সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্থ পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। একই সাথে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদও শোক বার্তা পঠিয়েছেন।

এ দিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার অগ্নিকাণ্ডের ঘটনায় বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় মিলার বলেন, এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের জনগণ এবং দুর্ঘটনায় হতাহতদের পরিবারের জন্য চিন্তিত এবং তাদের জন্য প্রার্থনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়