শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৪ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা টিকিটেই ডিপিএল টি-টোয়েন্টি দেখা যাবে

নিজস্ব প্রতিবেদক : আগামী সোমবার (২৫ ফেব্রুয়ারি) থেকে প্রথমবারের মতো বসতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) টি-টোয়েন্টি আসর। নতুন করে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি লিগে থাকছে না কোনো টিকিটের ব্যবস্থা। অর্থাৎ বিনা টিকিটেই উপভোগ করতে পারবেন ডিপিএলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

১২ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এই টি-টোয়েন্টি লিগ। ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। আগামী ২৫ ফেব্রুয়ারি শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও খেলাঘরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি। গ্রুপ পর্বের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১ মার্চ। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩ মার্চ।

এই টি-টোয়েন্টি লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সেমিফাইনাল ম্যাচ দুটি ও দিবারাত্রির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি লিগের শুরু হবে ডিপিএল। ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ টিভির পর্দায় সম্প্রচার হওয়ার সম্ভাবনা আছে। গ্রুপপর্বের ম্যাচগুলো টিকিট ছাড়াই দেখা যাবে বলেই জানিয়েছেন ডিপিএলের আয়োজক সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়