শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৯ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারের ব্যবসায়ীরা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী তাই কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয় না, বললেন পরিবেশবাদী আবু নাসের

মারুফুল আলম : পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেছেন, চকবাজারের ব্যবসায়ীরা অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে শক্তিশালী ভোটব্যাংক হিসেবে। তারা এলাকায় প্রভাব বিস্তার করেন। যার ফলে কোনো উদ্যোগ ওখানে বাস্তবায়ন করা যায় না। শুক্রবার বিবিসি বাংলাকে তিনি এ কথা বলেন।

তবে, এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস, পুলিশ বা পরিবেশ অধিদপ্তরও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেনি। সেইসঙ্গে সিটি করপোরেশন যারা এসবের লাইসেন্স দেয় বা তদারকি করে, তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করেনি বলেন মনে করেন এই পরিবেশবাদী। তার মতে, অগ্নিকাÐের ঘটনায় তারা সবাই দায়ী।

প্রসঙ্গত, ২০১০ সালে নিমতলীর ভয়াবহ ঘটনায় সরকার চাপের মুখে পড়েছিলো। তখন পুরোনো ঢাকায় ৮০০’র বেশি অবৈধ রাসায়নিক গুদাম এবং কারখানা চিহ্নিত করে সেগুলো কেরানীগঞ্জে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় পরিকল্পনা ব্যর্থ হয়।

আবু নাসের খান বলেন, পুরোনো ঢাকায় যত্রতত্র রাসায়নিক দ্রব্যের বেশির ভাগ গুদাম, কারখানা বা দোকানের নিবন্ধন বা লাইসেন্স নেই। এসব ব্যবসায়ী এবং তাদের সহায়তাকারী স্থানীয় লোকজনের ভোটব্যাংক রয়েছে এবং তাদের রাজনৈতিক প্রভাবের কারণে কর্তৃপক্ষ কঠোর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়