শিরোনাম

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকার ঘটনায় সমন্বয়হীন ব্যবস্থাপনাকে দায়ী করলেন স্থপতি রফিক আজম

জিয়ারুল হক : পুরান ঢাকায় চুরিহাট্টার আগুনে শতাািধক মানুষের হতাহতের ঘটনার জন্য সংশ্লিষ্ট বিভাগ সমুহকে দায়ী করলেন, নগর পরিকল্পনাবিদ রফিক আজম। তাদের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতাই এ ঘটনার জন্য দায়ী। একাত্তর টিভি

স্থপতি রফিক আজম বলেন, ৪০০ বছরের পুরানো শহর ঢাকা। রাস্তা-ঘাট সরু সেখানে। বাড়িগুলোর মাঝে নেই জায়গা। আমরা চাইলেই এলাকা পরিবর্তন করতে পারিনা। আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। এই অবস্থায় ঐতিহ্য রেখেই দুর্ঘটনা এড়িয়ে এখানে আধুনিক নগর করা যায়।

তিনি বলেন, ঢাকা শহরে বিল্ডিং কোড মেনে যদি দালানগুলো তৈরি করা হতো তাহলে আর এধরনের ঘটনা ঘটতো না। পুরান ঢাকায় দীর্ঘদিন যাবত এই ব্যবসা চলে আসছে। তার দাবি ক্যামিক্যাল থাকলেই যে দুর্ঘটনা ঘটবে তা কিন্তু নয়। সঠিক ব্যবস্থাপনা থাকলে এসকল দুর্ঘটনা এড়ানো যায়। তিনি বলেন, ফায়ার সার্ভিস, ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাস এসব সংস্থা যদি নিয়মিত তদারকি করতো, তাহলে কোনোভাবেই দুর্ঘটনা ঘটতো না।

তিনি বলেন, সংস্থাগুলো প্রতিমাসে তাদের বিল নিচ্ছে। অবৈধ সংযোগ তদারকি করছে এবং প্রায়ই জরিমানা করতে দেখা যায়। অথচ ভবন মালিক, ও ব্যবসায়ীরা সঠিক পন্থা অবলম্বন করছে কি না তা দেখছে না। তাদের লাইসেন্সগুলো নবায়ণ করছে, তখন তারা কি করছে? অনিয়মের মাধ্যমে তারা ব্যবসা করে যাচ্ছে। আর এর সুযোগ নিচ্ছে সংস্থাগুলোর কিছু অসাধু কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়