শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৫ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদানে ১বছরের জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট ওমর আল-বশির

আব্দুর রাজ্জাক : সুদানের সরকার বাতিল করে দেশটিতে ১ বছরের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ওমর আল-বশির। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ বিক্ষোভ চূড়ান্তভাবে দমনে দেশটির ১৮টি প্রদেশের গভর্নরদেরও বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে জরুরি অবস্থার ঘোষণার পরই দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রদেশগুলোর দায়িত্ব দেয়া হয়েছে। বিবিসি, আল-জাজিরা

শুক্রবার বশিরের জরুরি অবস্থার ঘোষণার পরই বিক্ষোভকারীরা সুদানের রাস্তায় নেমে আসে। তাদের মোকাবেলায় নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে।

নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির আন্দোলন সম্প্রতি সরকার বিরোধী আন্দোলনে রুপ নিয়েছে। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার দেশটির কয়েকটি প্রদেশ ও শহরে আন্দোলন দমনে জরুরি অবস্থা ও কারফিউ জারি করা হয়েছে।

আন্দোলনকারীরা প্রায় ৩ মাস থেকে বশিরের অপসারণ দাবি করে আসছে, তাতে তিনি সারা না দিলেও বশির পদত্যাগ করতে পারেন বলে সম্প্রতি দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী এনআইএসএস জানিয়েছিলো।

‘বিক্ষোভকারীরা সুদানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তাই আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় ও প্রাদেশিক সকল নেতাদের বরখাস্ত করে জরুরি অবস্থা জারি করা হলো।’ শুক্রবার একটি টিভি ভাষণে তিনি এ ঘোষণা দেন। তবে সদ্য বিলুপ্ত হওয়া মন্ত্রীপরিষদের প্রতিরক্ষা, পররাষ্ট্র ও বিচারসহ ৫টি বিভাগের মন্ত্রীদের আগের পদেই বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, সুদানে রুটি ও জ্বালানির ওপর থেকে সরকারের ভর্তুকি বন্ধ করার ঘোষণার পরই গত ১৯ ডিসেম্বর সেখানে আন্দোলন শুরু হয়। পরে মূল্যবৃদ্ধির প্রতিবাদ আন্দোলন বশিরের প্রায় ৩০ বছরের শাসন অবসানের দাবিতে জোরদার হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়