শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৯ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগাম ঘোষণা না দিয়ে বিভিন্ন দেশে হঠাৎ বন্ধ ফেসবুক!

ডেস্ক রিপোর্ট  : বিশ্বের বেশ কিছু দেশে বন্ধ আছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এসব দেশের ব্যবহারকারীরা নানা সমস্য খুঁজে পাচ্ছেন। ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে এমনটি জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল অনলাইন।

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ডেইলি মেইল জানায়, প্রথম দিকে ফেসবুক খুলতে সময় নিচ্ছিল। এরপর ফেসবুকে কিছুই দেখা যাচ্ছে না। ফেসবুক খুলতে গেলে পুরো পেজটিই সম্পূর্ণ খালি দেখাচ্ছে।

অবশ্য কিছু ব্যবহারকারী বলছেন, ফেসবুক চালু করতেই আগের পেজ বা টাইমলাইন আসছে। কিছুতেই সেটা রিফ্রেশ হচ্ছে না। অর্থাৎ ফেসবুকে তারা নতুন কোনও স্টোরি পাচ্ছেন না।

তবে বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকরা বলছেন, তারা কিছুতেই দেখতে পাচ্ছেন না ফেসবুক। পেজ খুলতে গেলে সেটা সম্পূর্ণ সাদা দেখাচ্ছে। এছাড়া কিছু ব্যবহারকারী ছবি দেখার ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন।

ভুক্তভোগী দেশগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট, বেলজিয়াম, নেদারল্যান্ড, ব্রাজিল, চিলি, আফ্রিকা ইত্যাদি। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণেই এমনটি হয়ে থাকতে পারে।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়