শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার শিল্পমন্ত্রী বললেন চকবাজারের আগুনে কেমিক্যাল ছিল

ডেস্ক রিপোর্ট : চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কেমিক্যাল ছিল না বলে যে দাবি করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, একদিন বাদে সে অবস্থান থেকে সরে এসেছেন তিনি।

শিল্পমন্ত্রী দাবি করেছেন, ‘আমি কেমিক্যাল ছিল না বলিনি। বলেছি অগ্নিকাণ্ডের শুরুটা হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে’।

তিনি বলেছেন, দাহ্য পদার্থ বলতে যা কিছু বোঝায় তার সব উপাদান ঘটনাস্থল চকবাজারের চুড়িহাট্টায় ছিল। রাসায়নিক পদার্থ ছিল না সেই অর্থে বলিনি আমি।

শিল্পমন্ত্রী বলেন, পুরান ঢাকার ওসব এলাকায় প্রায় প্রতি ঘরেই কেমিক্যাল থাকে। কারণ এটা তাদের পূর্বপুরুষদের ব্যবসা।

দেশ রূপান্তরকে মন্ত্রী আরও বলেন, জানি, শিল্প মন্ত্রণালয়ের তাৎক্ষণিক প্রতিবেদন ও বক্তব্য নিয়ে ইতিমধ্যেই একটা বিতর্ক তৈরি হয়েছে। আমি বলতে চাই ঘটনার ভয়াবহতা এতই মারাত্মক যে, এই নিয়ে তর্ক-বিতর্ক চলে না। বুঝতে হবে আমার দাবি ছিল অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে।

বৃহস্পতিবার উদ্ধার কাজ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন দেয় শিল্প মন্ত্রণালয়।

এতে বলা হয়ে, কোনো রাসায়নিকের কারণে নয়, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে চকবাজারে অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রত্যক্ষদর্শীসহ আহত, উদ্ধারকর্মী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে যে তথ্য পেয়েছেন তা থেকে এ তদন্ত প্রতিবেদন তৈরি হয়েছে।

বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা জামে মসজিদ সংলগ্ন আসগর লেন, নবকুমার দত্ত রোড ও হায়দার বক্স লেনের মিলনস্থলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে এখন পর্যন্ত ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে।

উৎসঃ দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়