শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার কর্মপন্থা নির্ধারণে বসছে চুড়িহাট্টা মসজিদ কমিটি, বাদ আসর মিলাদ

আসিফুজ্জামান পৃথিল : শনিবার অগ্নিদূর্ঘটনা পরবর্তী কর্মপন্থা নির্ধারণে বসছে চুড়িহাট্টা মসজিদ কমিটি। উপস্থিত থাকবেন মহল্লার মুরব্বিরা। বাদ আসর নিহতদের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হবে বিশেষ দোয়ার অনুষ্ঠান। এত মুরুব্দিদের সঙ্গে উপস্থিত থাকবেন ঢাকা ৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এরপরই মজদিদ কমিটি, জনপ্রতিনীধি আর এলাকার মুরুব্বিরা বৈঠকে বসবেন।
পুরান ঢাকায় সমাজ পরিচালিত হয় পঞ্চায়েত এবং মসজিদ কমিটির মাধ্যমে। তাই এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। স্থানীয় মুরুব্বী হাজী কাল্লু জানিয়েছেন এলাকাকে কিভাবে আরো নিরাপদ করা যায়, এই বিষয়ে এই বৈঠকে আলোচনা করা হবে। তিনি আরো জানান, বৈঠকে সকল ধরণের রাসায়নিকের ব্যবসা সরিয়ে নেওয়ার এজেন্ডাও উত্থাপিত হবে। এই প্রতিবেদককে তিনি বলেছেন, ‘আমাদের এলাকার মানুষ মুরুব্বিদের সম্মান করে। মুরুব্বিদের সিদ্ধান্তে কেউ কখনই প্রশ্ন তুলবে না। তাইি আমরা যা সিদ্ধান্ত নেবো তা মুরুব্বিদের মতের ভিত্তিতে মসজিদে বসে দেবো। আমাদের তরুণদের কাছে মুরুব্বিদের কথাই শেষ কথা। কেউ মুরুব্বিদের কথা ফেলবে না। আমাদের মহল্লায় যেহেতু পঞ্চায়েক নেই মসজিদ কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত হবে।’
শুক্রবার চুড়িহাট্টা মসজিদের জুম্মার নামাজে প্রচুর জনসমাগম হয়। নামাজ পরিচালনা করেন, খতিব হাবিবুল্লাহ। তিনি নিজের জুম্মার বক্তৃতায় নিহত সকলের জন্য প্রার্থনার আহ্বান জানি। তিনি বলেছেন, যারা এভাবে অপঘাতে মারা যায়, তারা , শহীদ। তাদের জন্য দু:খ করার চাইতে দোয়া করা উত্তম। জুম্মার নামাজে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। তিনি বক্তব্য দিতে পাপর মতো শারিরিক সক্ষম না হওয়ায়, তার বদলে কথা বলেন, তার প্রধান সহকারী কামালউদ্দিন কাবুল। তিনি জানান, সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির শিকার প্রত্যেককে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। তিনি জানান শনিবারের দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন হাজী সেলিম।

এদিকে এই দুর্ঘটনার জন্য অনেকে প্লাস্টিক ব্যবসায়ীদের দায়ি করলেও এই ঘটনায় নিহত হয়েছেন দুই স্থানীয় প্লাস্টিক ব্যবসায়ী। তারা হলেন ইসমাইল হোসেন এবং ইয়াসিন খান। এই কথা জানিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ি সমিতির কার্যকারি সদস্য হাজী মোহাম্মদ মকবুল। এই প্রতিবেদককে তিনি জানিয়েছেন, তারা আরো আগেই বসতে চেয়েছেন। কিন্তু বসার সময় এবং সুযোগ পাননি। শনিবার মসজিদ কমিটির বৈঠকের পর তারাও আলাদাভাবে বসতে চান বলে জানিয়েছেন। তিনি জানান, এলাকার মুরুব্বিদের যে কোন সিদ্ধান্ত তারা মেনে নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়