শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মুখর তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কর্মশালা

নিজস্ব প্রতিবেদকঃ ‘আপনার কলম চালিত হোক স্বাধীনতার পক্ষে’ এ স্লোগানকে সামনে রেখে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) এর উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল দশটায় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনারে আয়োজিত ওই কর্মশালার উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা। সঙ্গে ছিলেন দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার হুমায়ুন কবির খোকন। এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল। তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল মোড়ল।

কর্মশালায় উপস্থাপনা ও রিপোর্টিংয়ে বৈচিত্র্যতা, ভাষা ও শব্দের ব্যবহারসহ নানা বিষয়ে বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ প্রশিক্ষক হিসেবে ছিলেন।

ছবি তুলেছেন : এম এইছ অভি

বেসিক জার্নালিজম (উপস্থাপনা ও ফিচার রাইটিং) এর উপর প্রশিক্ষণ দেন রেডিও টুডে’র নিউজরুম এডিটর আবিদ আজম। ক্যাম্পাস ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ দেন চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শাহরিয়ার আরিফ। ফিল্ড রিপোর্টিংয়ের আদ্যোপান্ত ও বিজনেস সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, সংবাদ উপস্থাপন এবং শুদ্ধ উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দেন বৈশাখী টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার
লাবণ্য হাসান।

সসমাপনী অনুষ্ঠানে ছিলেন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রধান প্রযোজক রফিকুল ইসলাম রলি ও সাধারণ সম্পাদক ফয়েজ রেজা। যিনি মাছরাঙা টিভিতে কর্মরত ছিলেন।

দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় কলেজের প্রায় ১২০ জন এবং কলেজের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের ডজনখানেক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, প্রশিক্ষক সকলই ছিলেন তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী। তাই প্রশিক্ষণার্থীরাও তাদেরকে পেয়ে ও নানা বিষয়ে জানতে পেরে আয়োজকদের বন্দনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়