শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২২ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, ১১ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে তিন বিদেশি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় ১১ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। হামলার শিকার জার্মানের ঐ চ্যানেলটির বাংলাদেশ প্রতিনিধি শিহাব উদ্দিন বাদী হয়ে প্রায় চার শতাধিক রোহিঙ্গার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আবুল খায়ের। এছাড়াও সাংবাদিকের নিকট থেকে ছিনিয়ে নেয়া ক্যামরা, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে হামলার শিকার শিহাব উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় কোনো রোহিঙ্গার নাম উল্লেখ করা যায়নি। তবে চার শতাধিক অজ্ঞাত রোহিঙ্গাকে আসামি করা হয়েছে। তিনি আরও জানান, মালয়েশিয়ান ফিল্ড হসপিটালে চিকিৎসা শেষে তারা ঢাকায় ফিরে গেছেন। পুলিশ মামলাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

আটকদের মধ্যে রোহিঙ্গা নাগরিক জিয়াবুল হক, জামাল হোসেন, নুরুল হাকিম, সিরাজ মিয়া, খায়রুল আমিন, মো. ইদ্রিস, ছৈয়দ আলম, রফিক, শাহজান ও ফরিদ আলম।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের বাজারে রোহিঙ্গাদের হামলায় তিন জার্মান সাংবাদিকসহ ছয় জন আহত হয়েছেন।

আহতরা হলেন, ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু। তাদের বাংলাদেশি দোভাষী হলেন মোঃ সিহাবউদ্দিন (৪১), গাড়ির চালক নবীউল আলম (৩০) ও পুলিশ সদস্য জাকির হোসেন। রাতেই বিদেশি সাংবাদিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ। এ হামলার ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়