শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৫ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুড়িহাট্টা মোড় এখন যেন এক মৃত্যুপুরির নাম

সাজিয়া আক্তার : গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টা গলির আহমেদ মেনশন এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনের ভেতরে থাকা দাহ্য পদার্থের গোডাউনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে করে ৮১ জনের অধিক লোক এ আগুনে পুড়ে মারা যায় এবং অসংখ্য লোক আহত হয়। এখন রাজধানীর পুরান ঢাকার চকবাজার, চুড়িহাট্টা মোড় এখন যেন এক মৃত্যুপুরির নাম। ভীষণরকম নিস্তব্ধ জনপদ। ভয়াবহ আগুনের পোড়ার পরদিনও সেখানে চোখে পড়ে ধোঁয়ার কুণ্ডলি। চ্যানেল২৪

জীবন যতোই ব্যাথিত হোক, কর্মচক্র চলিতেই থাকে। আর তাইতো চারপাশ জুড়ে আজও দিন ফিরেছে ঠিক প্রতিটি দিনের মতোই। এসেছে খবরের কাগজটাও। নাগরিক এই কোলাহলের ভীড়ে খুব বেশিই যেন নীরব আর নিস্তব্ধ চুড়িহাট্টার ব্যস্ততম মোড়। দীর্ঘশ্বাস আটকে থাকা গলিপথ ধরে যেখানে ছুঁয়ে আছে পুড়ে যাওয়া মানুষের স্মৃতি। ব্যাথাতুর চোখ জুড়ে সবারই যেন তাই অনেক না বলা কথা, কি হলো আর কেনোইবা হলো ?

মুহুর্তের দাবানলে আগুন যে কেড়ে নিয়েছে ফাগুনের রঙিন সব গল্প। পুড়ে গেছে দেয়াল, পুড়েছে খেয়াল, পুড়ে গেছে কতোইনা স্বপ্ন। নন্দকুমার দত্ত সড়কটাও আজ তাই বড্ড বিষণ্ন। আহারে জীবন ! যে জানালায় কালও হেসে দাঁড়িয়েছিলো কেউ, আজ সে শূন্যতার ওপার। কিংবা বারান্দার হাওয়ায় উড়ছিলো রঙিন যে জামা, লাশের গন্ধে সেই বাতাসও যেনো দমবন্ধের।

রাস্তায় পড়ে আছে জুতো, পড়ে আছে প্রিয় গাড়িটা, পড়ে আছে দৈনন্দিন সব চাহিদা। কেউ নিচ্ছে না খোঁজ, সবকিছুই যে হঠাৎই নিখোঁজ, যা মানার নয়, নয় মেনে নেবারও। হায় ! নিয়তি তবুও তো মানতে হবে, হয়তো কেউ উড়ে যাবে। রয়ে যাবে শূন্যস্থান। তবু জীবনতো থাকবে না থেমে।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়