শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিউল শান্তি পুরস্কার গ্রহণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দুর্জয় চক্রবর্তী : শুক্রবার সিউল শান্তি পুরস্কার গ্রহণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তা, বৈশ্বিক উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি
পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমি এ পুর¯কার গ্রহণ করে খুবই সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি, এ পুরস্কার শুধু আমারই না, বরং তা ভারতের সমস্ত জনগণের। এছাড়াও আমি আরো সম্মানিত বোধ করছি যে এ পুরস্কার আমাকে মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকীতে দেয়া হচ্ছে।’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে আয়োজকরা প্রধানমন্ত্রী মোদীর নেয়া নোট নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, এর মাধ্যমে ভারতের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর জীবনের ওপর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় পুরস্কারের অর্থ হিসেবে পাওয়া দুই লাখ মার্কিন ডলার ‘নমামী গঙ্গে’ তহবিলে দান করার ঘোষণা দিয়েছেন মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদী ২০১৫ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফরের পর দ্বিতীয়বারের মতো দক্ষিণ কোরিয়ায় গেছেন।
১৪ তম ব্যক্তি হিসেবে সিউল পিস প্রাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া এ পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এর আগে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল, আন্তর্জাতিক দাতা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস ও অক্সফাম এ পুরস্কার গ্রহণ করে। ১৯৯০ সালে সিউলে অনুষ্ঠিত ২৪তম অলিম্পিক গেমস এর সাফল্য উদযাপন করতে এ পুরস্কার প্রবর্তন করা হয়। সম্পাদনা : নুসরাত শরমীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়