শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৭ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে ভাষা শহীদদের স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রেজাউল করিম রয়েল: “চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে”এ স্লোগানকে সামনে রেখে শ্রীনগরে ভাষা শহীদদের স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শ্রীনগর ষ্টেডিয়ামে সরকারী শ্রীনগর কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, শ্রীনগর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী তৃণমুলের ভোটে বিজয়ী মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন। এ সময় অন্যান্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী জহিরুল হক নিশাদ শিকদার,সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, ভাইস চেয়াম্যান প্রার্থী রেহানা বেগম,শ্রীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শাহিনুর আলম শাহিন,এস এম মুরাদ, শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আকবর শিকদার, রবিন শিকদার, রাজু আহমেদ, নাহিদ হোসেন খান, সুজন শিকদার, বাবু মৃধা, বিদ্যুত, গত ২৫ শে জানুয়ারি উদ্ভোধন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৬ টি দল অংশ নেয়।

টুর্ণামেন্টের আয়োজক কমিটির প্রধান শ্রীনগর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন বলেন মাদকমুক্ত ও ক্রীড়াবান্ধব সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এ টুর্ণামেন্টর আয়োজন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বি সহ অনেকের সার্বিক সহযোগীতায় আজকের এ ফাইনাল খেলার মধ্যে দিয়ে টুর্ণামেন্টের সমাপ্তি হল। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পূর্ব বেজগাও একাদ্বশকে পরাজিত করে ২২ গজ বিক্রমপুর জোন বিজয়ী হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়