শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

ইউসুফ আলী বাচ্চুঃ নারী-শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি এবং ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার ২২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে একথা জানান তারা।

সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো বলেন, সারাদেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা বেড়েই চলছে। প্রতিদিনই পত্রিকা খুললেই খুন, ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের ঘটনা চোখে পড়ে। একেকটি নির্যাতনের বর্বর বীভৎস ঘটনা আগেরটিকে ছাপিয়ে যাচ্ছে। চলতি বছরের প্রথমে ৩৩ দিনে শুধুমাত্র একটি পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, নারী-শিশু নির্যাতন এত ভয়াবহ মাত্রায় আসার একটি অন্যতম কারণ বিচার না হওয়া। নির্যাতনের যত ঘটনা দেশে ঘটে, তার অধিকাংশ ক্ষেত্রেই মামলা হয় না। যেসব ক্ষেত্রে মামলা হয় সেগুলো বছরের পর বছর ঝুলতে থাকে। দেখা যায়, যে মামলাগুলো নিষ্পত্তি হয়েছে তার মাত্র ৩ শতাংশের সাজা হয়েছে। এইসব ঘটনায় যদি আমরা বিচার পেতাম, যদি ধর্ষক দৃষ্টান্তমূলক শাস্তি পেত, তাহলে ধর্ষকরা ভয় পেত এবং সামাজিকভাবেও বিচ্ছিন্ন হতো।

সংগঠনটির সাধারণ সম্পাদক শম্পা বসু বলেন, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এসব অপরাধের বিচার না হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ স্বেচ্ছাচারিতামূলক ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি। ক্ষমতাসীন গোষ্ঠী হল দখল, হাট বাজার দখল, নদী নালা খাল বিল দখল, বন পাহাড় দখল, ব্যাংক দখল এমনকি পুরো দেশই প্রায় দখলে নিয়ে ফেলেছে। দেখা যাচ্ছে মাদক, পর্নোগ্রাফি নারী-শিশু পাচার, নির্যাতন, ধর্ষণ, হত্যা এসব অপরাধমূলক ঘটনার সাথে অনেক ক্ষেত্রেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যুক্ত। তাদের ধারণা, যে কোনো অপরাধ করেও তারা পার পেয়ে যাবে।

নারী শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে সমাবেশ থেকে আরো বলা হয়, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ প্রয়োজন। এই সামাজিক প্রতিরোধ আন্দোলনে বিচার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে ত্বরান্বিত করতে সরকারকে বাধ্য করতে পারে এবং সাথে সাথে সামাজিক প্রতিরোধের কারণে অপরাধী কোণঠাসা হয়ে পড়বে। এর আগে আমরা দেখেছি ১৯৯৫ সালে ইয়াসমিন ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের চাপে তৎকালীন সরকার বাধ্য হয়েছিল ইয়াসমিন হত্যার বিচার করতে। তাই, আজকে সমাবেশ থেকে নারী শিশু নির্যাতক ধর্ষক হত্যাকারীদের শাস্তি নিশ্চিত ও এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে।

প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহিলা ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি দিপালী রানী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরী, নারীনেত্রী ইসরাত জাহান লিপি এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক মুক্তা বাড়ৈ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়