শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৪ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত বলের ক্রিকেটের নিয়মকানুন প্রকাশ করলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: সামনের গ্রীষ্মেই নতুন ফরম্যাটের ক্রিকেট নিয়ে হাজির হচ্ছে ইংলিশ ক্রিকেট বোর্ড। ‘দ্য হান্ড্রেড’ নামে ১০০ বলের একটি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে ক্রিকেটের অভিজাত এই বোর্ডটি।

ঘোষণাটি অবশ্য আগেই দিয়ে রেখেছিল তারা। গেল বছরই খেলার নিয়মকানুনের খসড়া তৈরি করা ছিল। বাকি ছিল কাউন্টি ক্রিকেট ক্লাবগুলোর অনুমোদন। এবার সেটাও মিলল। শীর্ষস্থানীয় ১৮টি কাউন্টি দলের মধ্যে ১৭টি এই সংষ্করণের নিয়ম কানুনের পক্ষে সম্মতি দিয়েছে। আটটি প্রধান ৮টি শহরের মাঠে গড়গাটে টুর্নামেন্টটি।

ইসিবি ঘোষিত ১০০ বলের ক্রিকেটের নিয়মগুলো হচ্ছে :
১। প্রতি ইনিংস হবে ১০০ বল করে।
২। প্রতি ১০ বল অন্তর প্রান্ত পরিবর্তন হবে।
৩। একজন বোলার ৫টি অথবা টানা দশটি বল করতে পারবেন।
৪। একজন বোলার ম্যাচে সর্বোচ্চ ২০ বল করতে পারবেন।
৫। প্রতি ইনিংসে একটি পাওয়ার প্লে থাকবে। তা হবে ইনিংসের প্রথম ২৫ বল পর।
৬। পাওয়ার প্লের সময় ত্রিশ গজের বৃত্তের বাইরে ২ জনের বেশি ফিল্ডার থাকতে পারবে না।
৭। প্রতি ইনিংসে আড়াই মিনিটের স্ট্র্যাটেজিক টাইম আউট থাকবে।

টুর্নামেন্টের নিয়ম কানুনের বিষয়টি ঘোষণা দিতে গিয়ে ইসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, ‘এটা ক্রিকেটের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ। একশ বলের ক্রিকেটের জন্য আমরা আশাতীত সমর্থন পেয়েছি। গত তিন বছরে এই ফরম্যাটকে আকর্ষণীয় এবং কার্যকরী করে তুলতে আমরা অনেক পরিশ্রম করেছি। যা এখন বাস্তব হতে যাচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়