শিরোনাম

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ তারকারাও

বিনোদন প্রতিবেদক: পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে। ভাষা আন্দোলনের মাস ও শহীদ দিবসে এমন ঘটনায় পুরো বাংলাদেশ ও জাতি ভাসছে শোকের সাগরে। এই শোকে কাতর বিনোদন জগতের মানুষগুলোও।
চকবাজারের আগুনো পুড়ে যারা মৃত্যুবরণ করেছেন , সৃষ্টিকর্তা যেন তাদের ভালো রাখেন সেই প্রার্থনা করছেন সবাই। অনাকাঙ্খিত কোনো মৃত্যু কখনো কাম্য নয়। সত্যি ভীষণভাবে শোকাহত।

শাকিব খান লিখেছেন, ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইল।

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ফেসবুকে লিখেন, সারারাত ঘুমাতে পারিনি। আগুনে পুড়ে ৭০ জন মানুষের মৃত্যু। এ তালিকা বাড়ছে আরও। জীবন কতটা অনিরাপদ আমাদের। ঢাকার চকবাজারে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক। নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। আমাদের উচিত রাষ্ট্রের পাশাপাশি আমাদের সবারই তাদের পাশে দাঁড়ানো। যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। জীবন নিরাপদ হোক...।

চিত্রনায়িকা নিপুন ফেসবুকে শোক জানিয়ে লিখেন, চকবাজারের সকল দুর্ঘটনাকবলিত পরিবারের প্রতি সমবেদনা। সরকারের কাছে অনুরোধ পুরান ঢাকাকে নতুন ঢাকা করার উদ্যোগ নেয়ার জন্য। তাহলে পুরান ঢাকার লোকজন আমাদের মতো নিশ্চিন্ত জীবন পাবে।

সংগীতশিল্পী পিন্টু ঘোষ শোক প্রকাশ করে বলেন, এতগুলো তাজা প্রাণ পুড়ে নিঃশেষ। শোকের ভাষা হারিয়ে গেছে। তাদের আত্মার শান্তি কামনা করছি।

চিত্রনায়ক সাইমন সাদিক একাধিক অগ্নিকাণ্ডের ছবি পোস্ট করে তার ফেসবুকে লিখেছেন, আমরা যদি একটু সচেতন হতাম তাহলে হয়তো শোকের মিছিল এতো বড় হতো না। যার যায় একমাত্র সে জানে সজন হারানোর যন্ত্রনা কত বেদনার! ভাষার দিনে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাদের পরিবার কে এই ভয়াবহ শোক সহ্য করার শক্তি দান করুন। চিত্রনায়ক নিরব লিখেছেন, ভাষার দিনে ভাষা হারিয়ে ভাষাহীন আমি

লাক্সতারকা উর্মিলা শ্রাবন্তী কর লিখেছেন, এ মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই। সবার কাছে অনুরোধ করছি।

চিত্রনায়ক আরিফিন শুভ একটি ছবি শেয়ার করে লিখেছেন, আমরা স্বব্ধ, আমরা শোকাহত। এদিকে ছোটপর্দার অভিনেত্রী স্পর্শিয়া ফেসবুকে লিখেন, কেবল আগুণে পুড়ে মারা গেলেন ৭০টি তাজা প্রাণ! আরও নাকি বাড়ছে! প্রকৃতির কাছে কতটা অসহায় আমরা। টিভিতে স্বজনদের আহাজারি দেখে কান্না সামলে রাখতে পারছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়