শিরোনাম

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪১ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসায়ীর কারাদণ্ডসহ রংপুরে ৪২ হাজার কেজি পলিথিন জব্দ

মদিনাতুল জান্নাত রুহি: রংপুরে নিষিদ্ধ ঘোষিত ৪২ হাজার কেজি পলিথিন জব্দ সহ এক পলিথিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ব্যক্তির ৩মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার দুপুরে রংপুর র‌্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর শালবন মিস্ত্রীপাড়া শিয়ালের মোড় এলাকায় ৩টি গোডাউনে অভিযান চালানো হয় বৃহস্পতিবার বিকেলে।

এসময় ওই গোডাউন থেকে নিষিদ্ধ ঘোষিত ৪২ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের মূল্য প্রায় এক কোটি টাকা। সেই সঙ্গে পলিথিন ব্যবসায়ী ওবায়দুল ইসলাম (৩২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওবায়দুল ওই এলাকার আলাউদ্দিনের ছেলে। পরে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ব্যবসায়ীর ৩মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুর বিভাগের সবচেয়ে বড় অবৈধ পলিথিন উদ্ধার অভিযান এটি উল্লেখ করে র‌্যাব অধিনায়ক আরও বলেন, স্বাস্থ্য ও পরিবেশের প্রতি ঝুঁকিপূর্ণ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে এর ব্যবহার প্রতিরোধে নজরদারীও থাকবে অব্যাহত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়