শিরোনাম
◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের 

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৫ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৫৬৫ যাত্রীর জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি : বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৫৬৫ জন যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ( ২১ ফেব্রুয়ারি ) সকাল থেকে রাত পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে চারটি আন্তঃনগর ট্রেনে চারটি টিমে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস) শওকত জামিল মোহশী এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ রেলওয়ে পশ্চিম রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার শহিদুল হক খন্দকারের নির্দেশে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন রুটে চারটি টিমের নেতৃত্ব বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালিত হয়।

এ সময় আন্তঃনগর লালমনি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৫৬৫ জন যাত্রীর কাছ থেকে ২লাখ ৫৯ হাজার টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এ অভিযানে লালমনিরহাট বিভাগীয় পরিবহন কর্মকর্তা(ডিটিএস) শওকত জামিল মোহশী, অতিরিক্ত পরিবহন কর্মকর্তা(এডিটিএস) সাজ্জাদ হোসেন, ট্রাফিক পরিদর্শক মনোয়ার হোসেন ও এআরআই টিটি শামছুজ্জামান নেতৃত্ব দেন। আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়