শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৩ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে

সাত্তার আজাদ, সিলেট: সিলেটে ঘটা করে সাজানো আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন হয়নি শুক্রবার। সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মেলার উদ্বোধন করার কথা ছিল। শুক্রবার সিলেট সফরেও আসার কথা ছিল মন্ত্রীর । কিন্তু মন্ত্রীর সফরসুচি পিছিয়ে যাওয়ায় বাণিজ্যমেলার উদ্বোধন পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহ ধার্য করেছেন আয়োজকরা।

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) উদ্যোগে পঞ্চম আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছে নগরীর শাহী ঈদগাহের পাশে খেলার মাঠে। সিলেট সদর উপজেলার এই খেলার মাঠে মেলা চলবে মাসব্যাপী। মার্চের প্রথম সপ্তাহ থেকে মেলা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এসএমসিসিআই সচিব জাহাঙ্গির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট সদর উপজেলার খেলার মাঠে মেলার আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার। মাস ব্যাপী আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায় বিদেশিরা স্টল নিয়ে আসবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এদিকে শাহী ঈদগাহস্থ সিলেট সদর উপজেলা মাঠে আয়োজিত এ মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর সদস্য ও ৫ম আর্ন্তজাতিক বাণিজ্য মেলার প্রধান সমন্বয়ক এম এ মঈন খাঁন বাবলু।

তিনি আরো জানান, মার্চের প্রথম সপ্তাহে শুরু হওয়া মেলা চলবে মাসব্যাপি। গত কয়েকটি মেলার চেয়ে এবারের মেরা হবে জাকজমকপূর্ণ। মেলায় অংশগ্রহণ করবে দেশিয় সুনামধন্য কোম্পানিগুলো। আর থাকবে বিদেশি নানা ব্রান্ডেরও কোম্পানী। ইতিমধ্যে মেলার মাঠের প্রধান ফটকে নির্মাণ করা হচ্ছে দৃষ্টি নন্দন গেইট। রখা হয়েছে বিশাল আকারের পার্কিং ব্যবস্থা ও অত্যাধুনিক শৌচাগার।

মেলায় শিশুদের জন্য থাকছে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক অস্থায়ী শিশু পার্ক। মেলা চলাকালিন সময়ে আগতদের সার্বিক নিরাপত্তায় ক্লোজসার্কিট ক্যামেরা সহ রাখা হবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়