শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত, ৯হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে বিজিবি'র সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।ঘটনাস্থল থেকে ৯হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুই বিজিবি সদস্য আহত হয়েছে। ২২ফেব্রুয়ারি শুক্রবার ভোরে সাবরাং ইউপিস্থ কাটাবুনিয়া এলাকায় এঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আছাদুদ জামান চৌধুরী বলেন, সন্ধ্যা কক্সবাজার ৩৪ব্যাটলিয়ান বিজিবি মরিচ্যা চেকপোস্টে বিপুল পরিমাণ ইয়াবাসহ বেল্লাল হোসেনকে আটক করা হয়।টেকনাফ ২ব্যাটলিয়ানের নায়েক মোঃ হাবিল উদ্দিন ও কক্সবাজার ৩৪ব্যাটলিয়ানের নায়েব সুবেদার মোঃ ওহিদুল ইসলামের নেতৃত্বে যৌথ বিশেষ টহলদল নিয়ে আটককৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞেসাবাদে জানতে পারে সাবরাং ইউপিস্থ কাটাবুনিয়া এলাকায় ইয়াবার একটি বড় চালান খালাসের খবরে অভিযানে গেলে।

এসময় বেল্লাল সহযোগিরা বিজিবি'র উপস্থিতি লক্ষ্য করা মাত্রই গুলি চালায় বিজিবি ও আত্নরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে।পরে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হৎলে ঘটনাস্থল তল্লাশি করে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ৩৪ব্যাটলিয়ন দুই বিজিবি সদস্য হচ্ছেন, সিপাহী মোঃ আরিফ হোসেন,সিপাহী মোঃ সিনবাদ হোসেন। আহতদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে বিজিবি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক তদন্ত এবিএমএস দোহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে।সুরুতাহল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়