শিরোনাম

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৩ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরানো ঢাকা দাঁড়িয়ে আছে এক ভয়ংকর বোমার ওপর

মাসুদ আলম : রাসায়নিকের বৈধ-অবৈধ গোডাউন পুরানো ঢাকার আবাসিক এলাকাকে দাঁড় করিয়ে রেখেছে দানবাকৃতির এক ভয়ংকর বোমার ওপর। আগুনের একটি ফুলকি বা যান্ত্রিক কোন বিস্ফোরণ থেকে যে কোনো সময় মৃত্যুপুরীতে পরিণত হতে পারে পুরানো ঢাকার বিশাল এলাকা। বুধবার রাতে তারই সামান্য আলামত দেখা গেলো চকবাজারের প্রাণঘাতী অগ্নিকা-ে। সেই মৃত্যুপুরী পরিদর্শনে গিয়ে পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আবাসিক ও জনবহুল এলাকায় কেমিক্যাল গোডাউন থাকা উচিত না।

তিনি বলেন, আবাসিক এলাকা থেকে কেমিক্যালের সব ধরনের উৎস সরিয়ে ফেলা উচিত। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময় উদ্যোগ নিয়েছি। কিন্তু কেমিক্যালের এসব উৎস অপসারণে সিটি কর্পোরেশনসহ আরও বিভিন্ন সংস্থারও দায়িত্ব রয়েছে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আবাসিক এলাকায় অবৈধ কারখানা উচ্ছেদে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে ক্র্যাশ প্রোগ্রামের ব্যবস্থা করা হবে। বিভিন্ন ধরনের মোবাইল কোর্টের মাধ্যমে এ এলাকায় আমরা অভিযান চালিয়েছি। অননুমোদিত ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, জরিমানা হচ্ছে, মামলা হচ্ছে। উচ্ছেদ হচ্ছে দু’মাস বন্ধ থাকে আবার স্থানীয়ভাবে চুরি করে এ ধরনের কর্মকাণ্ড শুরু হয়।

পুলিশের শীর্ষকর্তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনগুলো সরাতে খুব দ্রুত আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে।

আ্ইজিপি স্মরণ করেন, নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকা থেকে সব গোডাউন কেরানীগঞ্জে সরিয়ে নেয়ার কথা ছিলো। সেটি হয়নি। এই পরিকল্পনায় সরকারের অনেকগুলো সংস্থা জড়িত। সবার সমন্বিত প্রচেষ্টায় এদের সরাতে হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়