শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৩ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুনের লেলিহান শিখার মধ্যেও অক্ষত মসজিদ

ডেস্ক রিপোর্ট : রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় রাজ্জাক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আশপাশের সকল ভবন পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত অবস্থায় আছে পাশের মসজিদ। মসজিদের ভেতরে যারা অবস্থান নিয়েছিলেন তারা সবাই সুস্থ অবস্থায় ফিরেছেন বলে জানিয়েছেন মসজিদের কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীর ভাষ্য, চুড়িহাট্টা জামে মসজিদটি আগুনে পুড়ে অঙ্গার ওয়াহেদ ম্যানশনের পাশেই অবস্থিত। মসজিদের চারপাশের সব ভবন ক্ষতিগ্রস্ত হলেও মসজিদের ভেতরে কোনো ক্ষতি হয়নি। মসজিদের সামনেই ছিলো ট্রান্সফর্মার। আর আগুনের সূত্রপাত মসজিদের গেটের সামনে থেকেই। অথচ শুধু চুড়িহাট্টার ভয়াবহ এই আগুনের লেলিহান শিখা থেকে অক্ষত রয়েছে মসজিদটি। বেঁচে গেছেন মসজিদে ঠাঁই নেয়া মানুষেরাও।

বাইরের কিছু টাইলস খুলে পড়া ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি মসজিদটির। মসজিদের খাদেম বলেন, রাস্তার মানুষগুলো এভাবে চলে গেল, ভাবতেই খারাপ লাগছে। তবে যারা মসজিদের ভেতরে আশ্রয় নিয়েছেন আল্লাহর ইচ্ছায় তাদের কিছুই হয়নি। এলাকাবাসী জানান, শাহী মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। সেই আগুন গিয়ে লাগে বিদ্যুতের ট্রান্সফর্মারে। সেখান থেকে দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মনির আহমেদ বলেন, আগুন লাগার পর অনেকেই মসজিদের ভেতরে আশ্রয় নিয়েছেন, যারা দোকানে শাটার বন্ধ করে আশ্রয় নিয়েছে তারা সবাই মারা গেছে কিন্তু আল্লাহর রহমতে মসজিদের কোনো ক্ষতি হয়নি, দেখেন আশেপাশের সব বিল্ডিং পুইড়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়