শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩২ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারে আগুনে পোড়াদের হাসপাতালে বার্ন ইউনিটে দেখতে যান চিত্রনায়ক বাপ্পী

আবু সুফিয়ান রতন : স্ব-চক্ষে এসব অগ্নিদগ্ধ মানুষ দেখে বাপ্পী ভীষণ কষ্ট পেয়েছেন বলে জানান এই নায়ক। বাপ্পী বলেন, ‘হাসপাতালে মানুষগুলোকে দেখতে না গেলে বুঝতাম না, তারা কত কষ্টে আছেন। স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল এলাকা ভারী। হাসপাতাল জুড়ে মানুষ পোড়া গন্ধ। কেবিনে কেবিনে মানুষদের আর্তনাদ। এমন অবস্থা আমি চোখের সামনে কখনো দেখিনি।’

তিনি বলেন, যখন কেবিন ঘুরে দেখছিলাম একজন আগুনে পোড়া মানুষ আমাকে দেখে ডেকে উঠলো। বলল, আমাকে সে চেনে। আমার সিনেমা দেখেছে। এ কথা শোনার পর আমি ঠিক থাকতে পারিনি। তার সঙ্গে অনেকক্ষণ আলাপ করেছি। এরপর সেখান থেকে যখন মর্গে যাই, সেখানে আরো ভয়াবহ অবস্থা। নিখোঁজ স্বজনদের খোঁজে সেখানে জড়ো হয়ে আছেন শত শত মানুষ। কেউ কেউ বলছে, মানুষ পুড়লে ছোট হয়ে যায়। উচ্চতায় অনেকের সঙ্গে মিলছে না। অনেকেই প্রিয়জনের লাশ এতে করে মেলাতে পারছে না। এ বিষয়টি খুব নাড়া দিয়েছে আমাকে। পুড়ে কয়লা হয়ে যাওয়া লাশগুলো তারা চিনবেন কী করে?’

নায়ক বাপ্পী বলেন, ‘লাশ দেখে অসহায় মানুষগুলো কান্নায় ভেঙে পড়ছেন। তাদের সান্ত্বনা দেওয়ারও কেউ নেই। আমি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন সাধ্যমত চেষ্টা করছেন তারা। মৃত্যু আমাদের জীবনে অবধারিত। কিন্তু সে মুত্যু কেন আগুনে পুড়ে হবে? টিভিতে আগুনে ঘর পোড়ার দৃশ্য দেখে ঠিক থাকতে পারিনি। আমি আমার সাধ্যমত তাদের সাহায্যে এগিয়ে আসবো। আমি চাই এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।’

আবেগ প্রবণ হয়ে বাপ্পী বলেন, যে জীবন চলে গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করা তো সম্ভব নয়। রাষ্ট্র তাদের জন্য যা করার করবে। পাশাপাশি আমাদেরও ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসা উচিত। আমরা যদি এগিয়ে আসি তাহলে তাদের ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে। তবে আপাতত যারা আহত আছেন তাদের যথাযথ চিকিৎসার প্রয়োজন। আমি চাই এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। সে লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। যদি নেওয়া হয়, তাহলে এ জাতীয় বিপর্যয়ের আশংকা অবশ্যই হ্রাস পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়