শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২০ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক নজরুল ইসলাম মনে করেন, নগর পরিকল্পনায় উদাসীনতা বন্ধ করলে আর কোনো দুর্ঘটনা ঘটবে না

খায়রুল আলম : স্থপতি ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, চকবাজারে আগুন লেগে হতাহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, এটি খুবই দুঃখজনক। আমাদের নগর উন্নয়নের যে সার্বিক পরিস্থিতি তারই একটি দুঃখজনক ফল আমরা দেখেছি।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপককালে তিনি বলেন, পুরান ঢাকা বসবাসের জন্য খুবই সংকটজনক পরিবেশ। যার ফলে কোনো দুর্ঘটনা ঘটলে হতাহতের সংখ্যাটি বেশি হয়। পূর্বে নিমতলীসহ আরো কিছু ছোটখাটো ঘটনা আমরা দেখেছি। আবাসিক এলাকার মধ্যে কলকারখানা, দোকানপাট, কেমিক্যাল ব্যবসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকার কারণে দাহ্যপদার্থ থাকে। যার ফলে জায়গাটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তবে কিছুদিন আগে থেকে মেয়র সাঈদ খোকন জোরেশোরে আহ্বান করছেন যেন পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন ও কলকারখানা সরিয়ে নেয়া হয়। কিন্তু মুখে বললেই তো আর হবে না। আদালত থেকে হুকুম দেয়া হয়েছে পুরান ঢাকা থেকে এসব প্রতিষ্ঠান সরানোর জন্য। এখনই আইনের মাধ্যমে কঠোর হয়ে তাদের সরাতে হবে। এর জন্য সিটি করপোরেশন, রাজনীতিবিদ, রাজউক, পরিবেশ অধিদপ্তর, শিল্প অধিদপ্তরকে ভূমিকা রাখতে হবে। এভাবে মুখের কথায় হবে না। বাস্তব পদক্ষেপ নিতে হবে। কোন কোন কারখানাগুলো ঝুঁকিপূর্ণ তা চিহ্নিত করা হয়েছে। এখন যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ তা দ্রুতই সরানো উচিত বলে আমি মনে করি। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ সব কারখানা সরিয়ে নিতে হবে। তাহলে এমন দুর্ঘটনা কমে যাবে। তবে পুরান ঢাকা থেকে সরিয়ে দূরে অন্য কোথাও কারখানাগুলো নিলে সেখানে যেন একটি দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে সরানো হয়। কারণ আমরা দেখেছি পুরান ঢাকা থেকে চামড়া শিল্পটি সাভারে সরানো হলেও সেখানেও বিভিন্ন ধরনের সমস্যা রয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে দেশের সমস্ত নগর পরিকল্পনা ও নগর পরিচালনায় অদক্ষতা ও দুর্বলতা আছে। আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং নগর পরিকল্পনায় উদসীনতা দূর করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়