শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকাকে ব্যবস্যা-বাণিজ্যের কেন্দ্রে পরিণত করার ফলেই চকবাজারের অগ্নিকাণ্ডে এতোগুলো মানুষের প্রাণ গেলো বলে মনে করেন রুহিন হোসেন প্রিন্স

লিয়ন মীর : পুরান ঢাকা এমনিতেই ভীষণ ঘনবসতিপূর্ণ, তার মধ্যে পুরান ঢাকাকে আবার ব্যবস্যা-বাণিজ্যের কেন্দ্রে পরিণত করা হয়েছে। এমন ঘনবসতি এলাকাকে ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রে পরিণত করার ফলেই চকবাজারের অগ্নিকা-ে এতোগুলো মানুষকে প্রাণ দিতে হলো বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুরান ঢাকা অস্বাভাবিকভাবে ঘনবসতিপূর্ণ একটি আবাসস্থল। সেখানে চলাচলের রাস্তাগুলো খুব সরু। তার মধ্যে সেই এলাকাকে আবার ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে এবং সেখানে যে ব্যবসা করা হচ্ছে তার মধ্যে ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য রয়েছে। যার কারণেই আজ আগুনে পুড়ে এতোগুলো মানুষের প্রাণ গেলো।
তিনি বলেন, নিমতলী অগ্নিকা-ের ঘটনার পর বিশেষজ্ঞরা অনেকবার নানা ধরনের পরিকল্পনা দিয়েছেন এবং আমাদের পক্ষ থেকেও অনেক তাড়া দিয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। সরকার যদি আগের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতো তাহলে আজ এমন দুর্ঘটনা ঘটতো না। সরকারের উদাসীনতার ফলে বারবার এমন ঘটনা ঘটছে।
তিনি আরো বলেন, আজ এই ঘটনা থেকে সরকারকে শিক্ষা নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নগর পরিকল্পনাবিদদের সাথে নিয়ে নতুর করে পুরান ঢাকাকে গড়ে তুলতে হবে। কেননা আমরা এবারের ঘটনাতেও দেখলাম, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস সরু রাস্তার কারণে সেখানে প্রবেশ করতে পারেনি। তাই নতুন করে ভাবতে হবে এবং পুরান ঢাকা থেকে ব্যবসা-বাণিজ্য সরিয়ে নিতে হবে। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়