শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৯ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্টে দলে আছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: আঙ্গুলের চোটের কারনে নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে পারেনি বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টির অধিনায়ক সাকিব-আল- হাসান। স¦াগতিকদের সাথে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিও খেলতে পারবেন না এই অধিনায়ক।

তবে প্রথম ম্যাচটিতে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে সেটা জানিয়েছে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন সাকিবের আঙ্গুলের পরবর্তী অবস্থা দেখার পরেই সিদ্ধান্ত নিবেন তারা।
সাকিব প্রসঙ্গে বাশার বলেছেন, ‘আমরা টেস্ট সিরিজ থেকে সাকিবকে পুরোপুরি বাদ দিচ্ছি না, তবে সে প্রথম টেস্টে খেলছে না সেটি নিশ্চিত।’

আঙ্গুলের উন্নতির ওপর ভিত্তি করে যেকোনো সময়েই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অন্তর্ভুক্ত করা হতে পারে সাকিবকে, জানিয়েছেন বাশার। এর সবকিছুই অবশ্য জানা যাবে ইনজুরি আক্রান্ত আঙ্গুলের ক্লিপ খোলার পরে।

নির্বাচকের ভাষায়, ‘আমরা দেখতে চাইছি ক্লিপ খোলার পর তার হাতের অবস্থা কিরূপ থাকে এবং এরপরই আমরা সিদ্ধান্ত নিবো তার ব্যাপারে। কারণ যদি তার উন্নতি যদি ভালো হয় তাহলে সে যেকোনো সময়ে টেস্ট সিরিজে যোগ দিতে পারে।’

উল্লেখ্য এর আগে বাংলাদেশ প্রিমিয়ার প্রিমিয়ার লীগের (বিপিএল) গত আসরে আঙ্গুলের পুরনো ইনজুরি মাথা চাড়া দিয়ে উঠেছিলো সাকিবের। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি।

তার অনুপস্থিতিতে টাইগাররা ৩-০ তে সিরিজ হেরে গিয়েছে কিউইদের কাছে এরই মধ্যে। এবার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতেও সাকিবকে ছাড়া খেলতে নামতে হচ্ছে বাংলাদেশকে। যদিও বাকি দুই ম্যাচে তাকে পাওয়ার আশা করছেন নির্বাচক এবং কোচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়