শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পুড়ে ছাই মির্জাগঞ্জের কাজী এনামুলের

সোহাগ হোসেন: ঢাকা চকবাজার অগ্নিকান্ডে নিহত কাজী এনামুল হক অভি পিতা- মো. মোতালেব কাজী তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুরে গ্রামে। সে ঢাকা সিটি কলেজ থেকে সদ্য বিবিএ পাশ করেছেন। লক্ষ্য বিসিএস ক্যাডার হওয়া। ছোট কোন চাকরীর আবেদন সে কখনও করত না। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়া। বাবা-মাকে সে প্রায়ই বলত দেখ তোমাদের ছেলে (এনামুল হক) একদিন বড় অফিসার পদে চাকরী করবে। সব স্বপ্ন গত বুধবার রাতে ঢাকা চকবাজার ট্রাজেডির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা সদরঘাট থেকে ভাতিজা জুলহাস কাজীর সাথে শেষ দেখা করে দাঁেতর চিকিৎসা করানোর জন্য চকবাজার যেয়ে নিখোঁজ হন তিনি। পরের দিন সকালে ঢাকা মেডিকেলের মর্গে চাচাতো ভাইয়ের ছেলে রাজিব কাজী এনামুল হক অভির লাশ সনাক্ত করেন।

রাজিব কাজী জানান, ঐদিন চকবাজার আল-মদিনা মেডিকেল ও ডেন্টাল অগ্নিকান্ডে এনামুল হকের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে তার বৃদ্ধ বাবা মোতালেব হোসেন কাজী ও মাতা আখিমন বেগম ছেলের মৃত্যুর সংবাদে বারবার সঙ্গাহীন হয়ে পরছেন এবং বিলাপ করে বলছেন আমার ছেলের আমার ছেলের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেছে।

এদিকে ঢাকা চকবাজারের অগ্নিকান্ডে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নে মো. মজিবর রহমান হাওলাদার (৫০) নামে আরো একজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার পিতার নাম মো. মোসলেম হাওলাদার। তার গ্রামের বাড়ি সন্তোষপুর গ্রামে। সে ঢাকা চকবাজার ঐ ভবনেই প্লাস্টিক কারখানায় চাকরী করত বলে তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে। তার ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী গ্রামে রেখে গেছেন। নিহত মজিবর রহমানের বড় ভাইয়ের ছেলে আসলাম ঢাকা মেডিকেলের মর্গে চাচার (মজিবর রহমান) লাশ সনাক্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়