শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৯ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারে অগ্নিকাণ্ডের পেছনে রয়েছে সরকারের দায়িত্বহীনতা: বিএনপি

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল প্রাণহানির জন্য বৃহস্পতিবার সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা মানুষের জীবন রক্ষায় সবচেয়ে বেশিই ব্যর্থ। আমরা দেখতে পাচ্ছি সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার জন্য সব জায়গাতেই মানুষ জীবন হারাচ্ছে।’

রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবরে ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, জননিরাপত্তা ও সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার ইচ্ছা সরকারের নেই। কারণ তাদের একমাত্র ইচ্ছা যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকা।

বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারে রাসায়নিক দ্রব্যের গোডাউন থেকে সূত্রপাত হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮০ জন নিহত এবং অর্ধ-শতাধিক গুরুতর দগ্ধ হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এদিকে, চকবাজারে অগ্নিকাণ্ডে বিপুল প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সাথে আহতদের সুস্থতা কামনা করেছেন।

এছাড়া মির্জা ফখরুল বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পাশে দাঁড়ানোর জন্য চিকিৎসক ও দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্তায় তিনি বলেন, ‘সরকারে উদাসীনতার কারণে এ ধরনের মর্মস্পর্শী ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়