শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৬ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বিপিএল ছাড়াও টি-টোয়েন্টি টুর্নামেন্ট বসতে যাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) দায়িত্ব নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার ঘোষণা দিয়েছিলেন কাজী ইনাম। প্রথম মৌসুমে না হলেও চলতি মৌসুমে তার বাস্তবায়ন হতে যাচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। এর মধ্যেই টুর্নামেন্টের ম্যাচগুলোর টি-টোয়েন্টি মর্যাদা পেয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে সিসিডিএম।

পূর্ব ঘোষণা অনুযায়ী প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২ দলকে চার গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। ৩ মার্চ ফাইনালের মাধ্যমে শেষ হবে এ আসর। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। প্রতি গ্রুপের শীর্ষ দল উঠবে সেমিফাইনালে। ১ মার্চ হবে দুটি সেমিফাইনাল। ৩ মার্চ ফাইনালের মাধ্যমে শেষ হবে এ টুর্নামেন্ট। আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

‘এ’ গ্রুপে আছে আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়ন। ‘বি’ গ্রুপে শেখ জামালের সঙ্গী খেলাঘর সমাজকল্যাণ সমিতি ও উত্তরা স্পোর্টিং ক্লাব।

দেশের ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড আছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী লিজেন্ড অব রূপগঞ্জ ও গত আসরের চমক দেখানো দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ‘ডি’ গ্রুপে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে রয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও বিকেএসপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়